লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে গাদ্দাফিপুত্র
লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রয়াত নেতা মুয়াম্মার আল-গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি। ২৪ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা যায়, দেশটিতে প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে এই প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আসন্ন নির্বাচন উপলক্ষ্যে সাইফ আল-ইসলাম একটি পোস্টারের সামনে বসে কাগজে সই করছেন। তিনি পরিধান করেছেন দেশটির প্রথাগত পোশাক ও পাগড়ি।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলে আশঙ্কা করছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী।
বিশ্বের পরাশক্তিগুলো ও জাতিসংঘ মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কেউ নির্বাচনে বাধা সৃষ্টি করেন বা জালিয়াতি করার চেষ্টা করেন, তবে তাকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
সাইফ আল-গাদ্দাফি এক সময় তার পিতার উত্তরাধিকারী ছিলেন। ১০ বছর আগে বিক্ষোভকারীদের ওপর দমন-নিপীড়নের ঘটনাকে সমর্থন করলে তার ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়। ২০১১ সালের বিদ্রোহে ক্ষমতাচ্যুত ও নিহত হন মুয়াম্মার গাদ্দাফি। এর পর থেকে লিবিয়া সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে।
প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা গুরুত্বপূর্ণদের মধ্যে একজন সাইফ আল-গাদ্দাফি। অপর আলোচিত প্রার্থীর মধ্যে রয়েছেন পূর্বাঞ্চলীয় নেতা কমান্ডার খলিফা হাফতার, প্রধানমন্ত্রী আবদুল হামিদ দেইবাহ ও পার্লামেন্টের স্পিকার আগুইলা সালেহ।
টিটি/এসএ/