শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে গাদ্দাফিপুত্র

লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রয়াত নেতা মুয়াম্মার আল-গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি। ২৪ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা যায়, দেশটিতে প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে এই প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আসন্ন নির্বাচন উপলক্ষ্যে সাইফ আল-ইসলাম একটি পোস্টারের সামনে বসে কাগজে সই করছেন। তিনি পরিধান করেছেন দেশটির প্রথাগত পোশাক ও পাগড়ি।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলে আশঙ্কা করছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী।

বিশ্বের পরাশক্তিগুলো ও জাতিসংঘ মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কেউ নির্বাচনে বাধা সৃষ্টি করেন বা জালিয়াতি করার চেষ্টা করেন, তবে তাকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

সাইফ আল-গাদ্দাফি এক সময় তার পিতার উত্তরাধিকারী ছিলেন। ১০ বছর আগে বিক্ষোভকারীদের ওপর দমন-নিপীড়নের ঘটনাকে সমর্থন করলে তার ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়। ২০১১ সালের বিদ্রোহে ক্ষমতাচ্যুত ও নিহত হন মুয়াম্মার গাদ্দাফি। এর পর থেকে লিবিয়া সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে।

প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা গুরুত্বপূর্ণদের মধ্যে একজন সাইফ আল-গাদ্দাফি। অপর আলোচিত প্রার্থীর মধ্যে রয়েছেন পূর্বাঞ্চলীয় নেতা কমান্ডার খলিফা হাফতার, প্রধানমন্ত্রী আবদুল হামিদ দেইবাহ ও পার্লামেন্টের স্পিকার আগুইলা সালেহ।

টিটি/এসএ/

 

Header Ad
Header Ad

টাঙ্গাইলে জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহতদের সাথে মতবিনিময় সভা 

টাঙ্গাইলে জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহতদের সাথে মতবিনিময় সভা। ছবিঃ ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলে জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহতদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যােগে এই সভা অনুষ্ঠিত হয়। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক, সংগঠনের জেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টাঙ্গাইলের ৯ জন নিহত এবং ২০৬ জন আহত হয়। তাদের পরিবারের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়। 

 

Header Ad
Header Ad

মাহফিলে যোগ দিতে সিলেটে মিজানুর রহমান আজহারি

মিজানুর রহমান আজহারি। ছবি: সংগৃহীত

মাহফিলে অংশ নিতে জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি সিলেট পৌঁছেছেন। শনিবার দুপুরে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মাহফিল কমিটির সংশ্লিষ্টরা।

সিলেটের এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬ তম তাফসির মাহফিলের শেষ দিন শনিবার। এদিন রাত সোয়া ৮টার দিকে তার আলোচনা করার কথা রয়েছে।

এর আগে, শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘সিলেট বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকব সিলেটের এমসি কলেজ ময়দানে, আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।

গত ৯ জানুয়ারি থেকে এমসি কলেজ মাঠে শুরু হয় তিন দিনব্যাপী এই তাফসির মাহফিল। ড. মিজানুর রহমান আজহারী ছাড়াও মাহফিলে তাফসির পেশ করেন ইসলামি চিন্তাবিদ শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

Header Ad
Header Ad

২০০ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না: আমীর খসরু  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১১ জানুয়ারি) বিকালে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

তিনি বলেন, স্বৈরাচার পরবর্তী দেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেই চিন্তা থেকেই ৩১ দফা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান মেধাবৃত্তিক রাজনীতিতে জোর দিয়েছিলেন। বিএনপি এখনও সেই পথেই হাঁটছে। দলটি তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায়। আগামীর বাংলাদেশে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহতদের সাথে মতবিনিময় সভা 
মাহফিলে যোগ দিতে সিলেটে মিজানুর রহমান আজহারি
২০০ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না: আমীর খসরু  
ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান
বাংলাদেশীদের লক্ষ্য করে সীমান্তে গুলি ছুড়েছে বিএসএফ
বসুন্ধরার মালিককে নিজ হাতে কেক খাইয়ে তোপের মুখে শফিক রেহমান
হরমুজ ঘেষে ইরানের রাজধানী স্থানান্তর, বিশ্ব-রাজনীতি হাতের মুঠে নিতে যাচ্ছে ইরান?
‘শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না’
২৪ বছর বয়সেই ফুটবল ক্লাবের মালিক হচ্ছেন ভিনিসিয়ুস!
অন্তর্বর্তী সরকার মানুষের কথা বোঝে না: মান্না  
বিসিএসে বাদ পড়া ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে ২ লাখ মানুষকে জেলে যেতে হতো: শফিকুল আলম
খেলাফত মজলিসের নতুন আমির মামুনুল হক  
মেস থেকে রুয়েট ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মক্কায় এসেছি, তবুও বাজে মন্তব্য করছে মানুষ: নিলয়
যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দিয়েছে নেতানিয়াহু: হামাস  
নিক্সন চৌধুরীকে গ্রেফতারের গুঞ্জন, যা জানা গেল
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: রিজভী
নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে: পররাষ্ট্র উপদেষ্টা  
ময়মনসিংহে মাজার ভাঙচুর ও কাওয়ালিতে হামলার ঘটনায় মামলা