ইউক্রেনে ৭৬ ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে কিয়েভ। শুক্রবার রাশিয়া ইউক্রেনে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে বলে অভিযোগ কিয়েভের। এরপর প্রথমে খারকিভ ও পরে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বাধ্য হয় ইউক্রেনের কর্তৃপক্ষ। দেশজুড়ে এই হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন।
শনিবার (১৭ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শুরুর পর সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি শুক্রবারের এই হামলা।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় খেরসনে গোলা হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার নিয়োগ দেওয়া কর্মকর্তারা বলেছেন ভিন্ন কথা। তাদের দাবি, ইউক্রেনীয় বাহিনীর গোলা হামলায় ১২ জন নিহত হয়েছেন।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, ৭৬টির মধ্যে ৬০টি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে।
জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলেন, কমপক্ষে নয়টি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
শুক্রবারের হামলাকে রাশিয়ার সবচেয়ে মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি বলে মন্তব্য করেছেন কিয়েভের সামরিক মুখপাত্র মিখাইলো শামানভ। তিনি বলেন, কিয়েভ অঞ্চলে ছোড়া ৪০টি ক্ষেপণাস্ত্রের ৩৭টিই ভূপাতিত করেছে ইউক্রেন।
এসএন