আজ দিল্লি ক্যান্টনমেন্টে জেনারেল বিপিনের অন্ত্যেষ্টিক্রিয়া
সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মাধুলিকা রাওয়াতসহ নিহত ১৩ জনের অন্ত্যেষ্টিক্রিয়া আজ শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কয়ার শ্মশানে অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে তামিল নাড়ুর কুন্নুরে এমআই ১৭ভি৫ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে নিহত হন জেনারেল বিপিন ও তার স্ত্রী, পিএসও, সিকিউরিটি কমান্ডো এবং বিমানবাহিনীর সদস্যসহ মোট ১৩ জন। এই দুর্ঘটনায় বেঁচে থাকা একমাত্র ব্যক্তি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রীর মৃতদেহ দিল্লির বাসভবনে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এবং তিন সেনা প্রধান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ শুক্রবার সকাল ১০টায় জেনারেল বিপিন রাওয়াতের বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানাতে দিল্লির নাগরিকরা প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফের বাসভবন থেকে ব্রার স্কোয়ার পর্যন্ত রাস্তার পাশে পোস্টার লাগান। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার শ্রদ্ধা জানান সকাল ৯.৩০ টায়।
জেনারেল বিপিন রাওয়াতকে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কামরাজ মার্গের বাসভবনে সাধারণ নাগরিকরা শ্রদ্ধা জানাবেন। দুপুর সাড়ে ১২টা থেকে ১.৩০ পর্যন্ত সামরিক বাহিনীর কর্মীরা শ্রদ্ধা জানাবেন। এরপর দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারে শেষকৃত্যের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, ৬৩ বছর বয়সী জেনারেল বিপিন ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রতিরক্ষা প্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব নেন।
কেএফ/