উইঘুরদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে চীন: স্বাধীন ট্রাইব্যুনাল
জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে চীন সরকার বলে যুক্তরাজ্যভিত্তিক একটি অনানুষ্ঠানিক স্বাধীন ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ রুল দিয়েছেন। বিবিসি জানায়।
উইঘুরদের বিরুদ্ধে চীন সরকার পরিচালিত জন্মনিয়ন্ত্রণ ও বন্ধ্যকরণ ব্যবস্থার গ্রহণের কথা উল্লেখ করে ট্রাইব্যুনাল এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ট্রাইব্যুনালের প্যানেলটি আইনজীবী ও শিক্ষাবিদদের নিয়ে গঠিত হয়। শুনানিতে সভাপতিত্ব করেন প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী স্যার জিওফ্রে নাইস। তিনিই ট্রাইব্যুনালের রুল পড়ে শোনান।
জিওফ্রে নাইস বলেন, উইঘুর ও অন্যান্য জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা কমানোর জন্য চীন একটি পদ্ধতিগত ও সমন্বিত নীতির প্রয়োগ করেছে বলে তার প্যানেলের কাছে প্রমাণ হয়েছে।
তিনি বলেন, ট্রাইব্যুনালের প্যানেল বিশ্বাস করে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জিনজিয়াং অঞ্চলে মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়নের দায়ভার বহন করবে।
তিনি আরও বলেন, জিনজিয়াংয়ে নির্বিচারে মানুষ হত্যার কোনো প্রমাণ তারা পাননি। কিন্তু সেখানে জন্ম রোধের যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা গণহত্যার শামিল।
ট্রাইব্যুনালের প্যানেল আরও বলেন, উইঘুর জনগোষ্ঠীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করেছে চীন, নির্যাতন ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে তারা।
ট্রাইব্যুনালের এ রুলের কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। তবে চীন সরকার জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ অস্বীকার করে আসছে।
কেএফ/