পাওয়া গেছে বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারের ব্ল্যাক বক্স
ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতসহ ১৩ জনকে বহনকারী এমআই ১৭ ভি৫ সামরিক হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স পাওয়া গেছে। বৃহস্পতিবার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের অংশ হিসেবে দেশটির বিমান বাহিনী প্রধান মার্শাল ভিআর চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টার থেকে যাত্রীদের পড়তে দেখেছেন তিনি। পরে ধ্বংসাবশেষ থেকে একজনকে হামাগুড়ি দিয়ে বের হতেও দেখেছেন তিনি।
অন্যদিকে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে ভারতের বার্তা সংস্থা এএনআই। বুধবার দুপুরে তামিলনাড়ুর কুন্নুরে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তের ভিডিওটি এএনআইয়ের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। তবে ভিডিওটির সত্যতা সম্পর্কে কোনো মন্তব্য করেনি ভারতীয় বিমানবাহিনী।
ভিডিওটিতে দেখা যায়, এমআই–১৭ ভি৫ মডেলের হেলিকপ্টারটি উড়ে যাচ্ছে। এর পরপরই সেটি কুয়াশার মধ্যে হারিয়ে যায়। এ সময় ভিডিও ধারণকারীর পাশের একজনকে বলতে শোনা যায়, 'কি হলো? এটা কি ভেঙে পড়ল?' অপর একজন জবাব দেন 'হ্যাঁ'।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাশিয়ার তৈরি হেলিকপ্টারটি দুপুর ১২টা ২০ মিনিটে নীলগিরি হিলস এলাকায় বিধ্বস্ত হয়। বেলা দুইটার দিকে ভারতীয় বিমানবাহিনী ওই দুর্ঘটনার খবর জানায়। তবে বিপিন রাওয়াতসহ ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় সন্ধ্যায়। আজ শুক্রবার বিপিন রাওয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
কেএফ/