বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ | ৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বিশ্বনেতাদের সামনে মোদিকে পাত্তা দিলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট!

এআই সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত

বিশ্বনেতাদের সঙ্গে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাত্তা দিলো না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে এই দৃশ্য দেখা গেছে। তুরস্কের আনাদোলু নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্যারিসে এআই সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের স্বাগত জানাতে সম্মেলনস্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জেডি ভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদি হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রোঁ। তবে মোদিকে উপেক্ষা করলেও আশপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইনসহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে।

এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। কেউ কেউ এ ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ বলছেন অনিচ্ছাকৃতভাবে এটি হতে পারে।

ফরাসি বা ভারত সরকারের পক্ষ থেকে কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে ভারতের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডি-ইন্টেন্ট ডাটা দাবি করেছে, ওই ঘটনার আগে বেশ কয়েকবার মোদির সঙ্গে করমর্দন ও হাত মিলিয়েছেন ম্যাক্রোঁ। তারা বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছে। তাদের দাবি, মোদিকে এড়িয়ে চলার যে ভিডিও শেয়ার করা হয়েছে সেটি উদ্দেশ্যমূলক।

এদিকে প্যারিসে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছেন। এলিসি প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আয়োজিত এক নৈশভোজের সময় তাদের সাক্ষাৎ হয়। নৈশভোজের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের সময় নরেন্দ্র মোদি জেডি ভ্যান্সকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান।

সূত্র: আনাদোলু এজেন্সি

Header Ad
Header Ad

গাজায় এক মাসে গৃহহীন প্রায় ৫ লাখ মানুষ: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান আগ্রাসনে গত এক মাসে নতুন করে গৃহহীন হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জাতিসংঘের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘ জানায়, চলতি বছরের ১৮ মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় আবারও হামলা শুরু করে ইসরাইল। এরপর থেকে প্রতিনিয়ত নতুন নতুন এলাকায় হামলা চালানো হচ্ছে, যার ফলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বাসস্থান ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তারা এখন ‘সুষ্পষ্ট নীতি’ অনুসরণ করছে—যার অংশ হিসেবে গাজায় কোনো মানবিক সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে টানা ছয় সপ্তাহ ধরে কোনো মানবিক ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে দীর্ঘ অবরোধ বলে উল্লেখ করেছে জাতিসংঘ।

এই মানবিক সংকটের মধ্যেই প্রতিদিন চলছে ইসরাইলি হামলা। গাজার চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, সর্বশেষ বুধবার সকালে চালানো হামলায় অন্তত ৩৫ জন নিহত হন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলের এক হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জন বন্দি হওয়ার পর থেকে গাজায় শুরু হয় ইসরাইলের সামরিক অভিযান।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসের যুদ্ধে এখন পর্যন্ত ৫১ হাজার ২৫ জন নারী ও শিশু নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

সূত্র: আল জাজিরা

Header Ad
Header Ad

বাংলাদেশি জন্মসনদ পাচ্ছেন কানাডিয়ান তারকা সামিত সোম, মাঠে অভিষেক জুনে!

সামিত সোম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আরেক প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারের অভিষেকের সম্ভাবনা জোরালো হয়েছে। কানাডিয়ান জাতীয় দলের হয়ে খেলা মিডফিল্ডার সামিত সোম এখন লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে আগ্রহী। তার এই আগ্রহকে বাস্তবে রূপ দিতে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

হৃদয়ে বাংলাদেশের টান থেকেই জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সামিত। তার এই ইচ্ছার পরই বাংলাদেশি নাগরিকত্ব পাওয়ার আনুষ্ঠানিকতা শুরু করেছে ফেডারেশন। এরই অংশ হিসেবে গত ১৩ এপ্রিল তার জন্মসনদের জন্য আবেদন করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুর দিকেই তৈরি হয়ে যাবে তার জন্মসনদ।

বাফুফের একটি সূত্র জানিয়েছে, সামনের ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সামিতকে দলে দেখতে চায় তারা। সেই লক্ষ্যেই চলছে দৌড়ঝাঁপ। দ্রুততম সময়ের মধ্যেই ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও শেষ করার পরিকল্পনা রয়েছে।

জন্মসনদ হাতে পেলেই শুরু হবে পাসপোর্ট তৈরির প্রক্রিয়া। এ বিষয়ে কানাডায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতার জন্য ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে বাফুফে। জাতীয় ক্রীড়া পরিষদও জানিয়েছে, প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা দিতে তারা প্রস্তুত।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম বলেন, ‘বায়োমেট্রিক দিতে হলেও শুধু পরিচয় দিলেই কাজ হয়ে যাবে। আমাদের দূতাবাস এ বিষয়ে সাপোর্ট করবে।’ তিনি আরও যোগ করেন, প্রয়োজনে তারা আরও সক্রিয়ভাবে সহায়তা দেবে।

এই উদ্যোগের মধ্য দিয়ে প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে আনার ক্ষেত্রে একটি বড় ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। তবে এখনো প্রোপার স্কাউটিং সিস্টেমের অভাব থাকায় অনেক প্রতিভাবান প্রবাসী ক্রীড়াবিদ অনন্বেষিতই থেকে যাচ্ছেন। এ জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে ক্রীড়ামহল।

Header Ad
Header Ad

পুলিশ পরিদর্শক হত্যা মামলায় আলোচিত আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন

আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান। ছবি: সংগৃহীত

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আলোচিত স্বর্ণ ব্যবসায়ী ও দুবাইয়ে পলাতক রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- রবিউলের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান ও সারোয়ার হোসেন। এছাড়া মামলায় অভিযুক্ত দুই কিশোরী- মেহেরুন নেছা স্বর্ণ ওরফে আফরিন ওরফে আন্নাফী এবং ফারিয়া বিনতে মীম ওরফে মাইশা জামিনে রয়েছেন।

আসামিদের মধ্যে রবিউল ও সুরাইয়া পলাতক, অপর কিশোরী দুজন জামিনে এবং বাকিরা কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীতে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান খুন হন। ঘটনার দুই দিন পর, ৯ জুলাই গাজীপুরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের তিন দিন পর মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ রহমত উল্লাহ, রবিউল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর ২০২১ সালের ২৫ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার কার্যক্রমে মোট ২৬ জন সাক্ষ্য দেন আদালতে।

আলোচিত এ মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছরের আইনি প্রক্রিয়ার অবসান ঘটল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় এক মাসে গৃহহীন প্রায় ৫ লাখ মানুষ: জাতিসংঘ
বাংলাদেশি জন্মসনদ পাচ্ছেন কানাডিয়ান তারকা সামিত সোম, মাঠে অভিষেক জুনে!
পুলিশ পরিদর্শক হত্যা মামলায় আলোচিত আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
সাকিবের নির্বাচন কভারের ছবি ভাইরাল, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব
ঋণ পরিশোধে সময় দিল রাশিয়া, ১৬ কোটি ডলার জরিমানা মওকুফ
হার্ভার্ড একটি তামাশার জায়গা, এটি ঘৃণা ও মূর্খতা শেখায়: ট্রাম্প
ঢাকা মহানগর আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার
টাঙ্গাইলে ধানক্ষেতে মিললো প্রবাসীর স্ত্রীর মরদেহ
রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আর্সেনাল
প্রতারণার মামলায় মডেল মেঘনা আলম গ্রেপ্তার
আমি বাংলাদেশি না, আমাকে বাংলাদেশি বলবেন না : টিউলিপ সিদ্দিক
‘মিশন কমপ্লিট’ স্ট্যাটাস দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ছয়জন পুলিশ হেফাজতে
টেকনাফ স্থলবন্দরে তিন মাস ধরে ইয়াঙ্গুন থেকে পণ্য আমদানি বন্ধ
খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জন অপহরণের অভিযোগ
খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে বেনাপোল দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ
টাঙ্গাইলে পহেলা বৈশাখের দিন ধর্ষণের শিকার স্কুলছাত্রী, অভিযুক্ত প্রেমিক কারাগারে
ভারতের মন্দিরে গোপনে তরুণীর ছবি তুলে তোপের মুখে মধ্যবয়সী ব্যক্তি
চিকিৎসা শপিং ও ভ্রমণে বাংলাদেশিদের পছন্দ এখন থাইল্যান্ড
ছয় দফা দাবিতে সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
তারেক রহমানই দেশের দায়িত্ব নিয়ে সংস্কার করবেন: আব্দুস সালাম পিন্টু