বুধবার, ১ জানুয়ারি ২০২৫ | ১৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কয়েক ঘন্টার ব্যবধানে তিনটি বিমান দুর্ঘটনা বিমানযাত্রায় বড় আতঙ্ক

ছবি: সংগৃহীত

রোববার (২৯ ডিসেম্বর) বিমানযাত্রা যেনো এক আতস্ক হয়ে দাঁড়িয়েছে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুনিয়ার তিন প্রান্তে তিনটি বড় বিমান দুর্ঘটনা। দক্ষিণ কোরিয়া, কানাডা ও নরওয়ে। এই তিন জায়গায় তিনটি বড় বিমান দুর্ঘটনা ঘটল।

সকালে দক্ষিণ কোরিয়ার মুলান বিমানবন্দরে এক যাত্রীবাহী বিমানে আগুন ধরে ১৭৯ জন মারা গেলেন। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটি অন্যতম বড় বিমান দুর্ঘটনা। পাখির সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে এত বড় বিমান দুর্ঘটনা হয় বলে প্রাথমিক অনুমান। তাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার মুলানে ফিরছিল বিমানটি। কয়েকদিন আগেই দীর্ঘ ১৭ বছর পর মুলান বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়েছিল।

অন্যদিকে, কানাডার বিমান সংস্থার একটি বিমান রানওয়ে থেকে পিছলে আগুন ধরে গেল। এয়ার কানাডার এসি২২৫৯ বিমানটি সেন্ট জন’স থেকে হালিফাস্কে উড়ে আসে। কিন্তু অবতরণের সময়ই বিপত্তি ঘটে। হ্যালিফ্যাক্স বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে কানাডার বিমানের একটি অংশে আগুন ধরে যায়। তবে কোনোরকমে বেঁচে যান যাত্রীরা।

হালিফাস্ক বিমানবন্দরে দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, হ্যালিফ্যাক্স রানওয়ে দিয়ে ছুটে চলেছে একটি বিমান। সেই বিমানের এক অংশে আগুন জ্বলছে

অন্যদিকে, আবার নরওয়ের ওসলোতে কেএল রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানের ইঞ্জিনের হাইড্রোলিক পাওয়ার বিকল হয়ে যাওয়ায় বড় সমস্যা পড়ে। ওসলো থেকে আমস্টারডামগামী এই বিমানটি এরপর সান্দেজোর্দ বিমানবন্দরে জরুরী অবতরণ করা হয়। এই বিমানবন্দরটি নরওয়ের ওসলো থেকে ১১০ কিলোমিটার দূরে। বিমানটিতে ১৮২ জন যাত্রী ছিলেন। ভাগ্যক্রমে কেউ আহত হননি।

এর আগে গত ২৫ ডিসেম্বরে আজরবাইজনের একটি যাত্রীবাহী বিমান আকাশ থেকে ভেঙে পড়ে কাজকাস্তানে। রাশিয়ান মিসাইলের আঘাতে ভেঙে আজারবাইজান বিমান দুর্ঘটনায় ৩৮ জন মারা গিয়েছিলেন।

Header Ad
Header Ad

বছরের প্রথমদিন বই দিতে না পারায় দুঃখ প্রকাশ শিক্ষা উপদেষ্টার

ছবি: সংগৃহীত

বছরের প্রথমদিন সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ। এজন্য নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্রকে দায়ী করেছেন তিনি৷

বুধবার (১ জানুয়ারি) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা ইলেকটনিকস ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রেরণ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা দুঃখ প্রকাশ করেন।

এতে এনসিটিবির চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান জানান, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি বইগুলো পেয়ে যাবে শিক্ষার্থীরা। ১০ তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় ৮টি বই দেয়া হবে। সব বই ২০ জানুয়ারির মধ্য পাওয়া যাবে। এখন পর্যন্ত পাঠ্যপুস্তক বোর্ড ৪১ কোটির মধ্যে ৬ কোটি বই পাঠাতে পেরেছে।

বই ছাপাতে দেরির কারণ হিসেবে রিয়াজুল হাসান জানান, গত আড়াই মাসের মধ্যে ৪৪১টি বই পরিমার্জন করতে হয়েছে। বই উৎসবের নামে বিগত সরকার অপচয় করেছে বলেও অভিযোগ করেন তিনি।

Header Ad
Header Ad

ইসরায়েলের কারাগারে বন্দিদের দুঃস্বপ্ন: নির্যাতনের ক্ষত, ধর্ষণ ও মানসিক অসুস্থতা

ছবি: সংগৃহীত

ইসরায়েলের কারাগারে বন্দি জীবন যেন এক দুঃস্বপ্ন। শারীরিক নির্যাতন, মানসিক অত্যাচার, এমনকি যৌন সহিংসতার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে অনেকেই এসব কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। কেউ দেহে চিরস্থায়ী ক্ষত নিয়ে, কেউ মানসিক রোগী হয়ে, আবার কেউ বা ধর্ষণের শিকার হয়ে।

এক সময় শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী ছিলেন ফিলিস্তিনি শরীরবিদ মোয়াজাজ ওবাইয়েত (৩৭)। কিন্তু ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়ে ৯ মাস কারাগারে থাকার পর তাঁর জীবন একেবারে বদলে যায়। সদ্য বিদায়ী বছরের জুলাইয়ে মুক্তি পেলেও তিনি আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। তিন মাসের মধ্যেই অক্টোবরে আবারও তাঁকে আটক করে ইসরায়েলের সেনাবাহিনী।

মুক্তির পর শারীরিক পরীক্ষায় তাঁর তীব্র পিটিএসডি (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) ধরা পড়ে। বেথলেহেম সাইকিয়াট্রিক হাসপাতালের চিকিৎসকদের মতে, ইসরায়েলের কেতজিয়ত কারাগারের অমানবিক পরিবেশ ও নির্যাতনের কারণেই এই মানসিক রোগে আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসা নথিতে উল্লেখ করা হয়েছে, মোয়াজাজ শারীরিক ও মানসিকভাবে সহিংস নির্যাতনের শিকার হয়েছেন।

মোয়াজাজ ওবাইয়েতের মতোই ইসরায়েলের কারাগারে বন্দি থাকা অনেক ফিলিস্তিনিই মুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেননি। তাঁদের কেউ শারীরিকভাবে বিকলাঙ্গ হয়েছেন, কেউ মানসিকভাবে বিপর্যস্ত, আবার কেউ ধর্ষণ ও যৌন সহিংসতার ভয়াবহ অভিজ্ঞতা বয়ে বেড়াচ্ছেন।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলের কারাগারগুলোতে বন্দিদের ওপর ব্যাপক নির্যাতন, যৌন সহিংসতা, এবং অমানবিক পরিস্থিতিতে রাখার প্রমাণ পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্স ২০২৩ সালের ৭ অক্টোবরের গাজা যুদ্ধের পর আটক হওয়া চার ফিলিস্তিনির সঙ্গে কথা বলে। তাঁরা জানিয়েছেন, কারাগারে মারধর, খাবার ও ঘুম থেকে বঞ্চিত করা, এবং কঠোর শারীরিক ও মানসিক পরিস্থিতিতে থাকতে বাধ্য করা হয়। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে, তবে বন্দিদের অভিজ্ঞতার সঙ্গে মানবাধিকার সংস্থার তদন্তের তথ্যের মিল রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, নির্যাতনের কিছু অভিযোগ তারা তদন্ত করছে। তবে কারাগারে পরিকল্পিত নির্যাতনের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে তারা। একইসঙ্গে সেনাবাহিনী পৃথক ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

অন্যদিকে, ইসরায়েলি অধিকার সংগঠন পিসিএটিআই-এর নির্বাহী পরিচালক তাল স্টেইনার জানিয়েছেন, বন্দিদের অভিজ্ঞতা বেশিরভাগ ক্ষেত্রেই অভিন্ন। এসব নির্যাতনের প্রভাব শুধু ব্যক্তির ওপর নয়, পুরো পরিবার এবং সমাজেও বিপর্যয়কর প্রভাব ফেলছে।

ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দীবিষয়ক কমিশনের প্রধান কাদৌরা ফেয়ারস মনে করেন, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের অনেকেই শারীরিক ও মানসিক ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হবে।

৭ অক্টোবরের পর ইসরায়েলি কারাগারগুলোতে নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘন এবং বন্দি নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক মহলেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের দুর্দশা এবং তাদের শারীরিক ও মানসিক ক্ষতির করুণ চিত্র মানবাধিকারের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ধরছে। এই নির্যাতনের দুঃসহ স্মৃতি বন্দিদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে এবং ফিলিস্তিনি সমাজব্যবস্থার গভীরে আঘাত করছে। সূত্র: রয়টার্স

Header Ad
Header Ad

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুবি শাখা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুবি শাখা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ। ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বিশ্ববিদ্যালয়ের নৈশ প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি এই কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন আবাসিক হল, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বিভিন্ন অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ডর্মেটরিতে কর্মরত নৈশ প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'এখন প্রচণ্ড শীত! যেহেতু আমাদের ক্যাম্পাসটি পাহাড়ে অবস্থিত, এখানে অন্য জায়গার তুলনায় প্রচণ্ড শীত পড়ে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় যারা এখানে চাকরি করেন সকলে শীতে কষ্ট পান। তাই আমাদের অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানুষের পাশে থেকে মানবিক কাজ করার চেষ্টা করছি। উনার নির্দেশে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের মাঝে উনার উপহার তুলে দেই। এটি আমাদের শীতবস্ত্র বিতরণের ১ম ধাপ। ক্রমান্বয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অন্যদের মাঝেও উপহার পৌঁছে দিবে।'

তিনি আরও বলেন, 'মানবিক যেকোনো কাজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা সর্বসাধারণের পাশে থাকবে।'

এই সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাফায়েত হোসেন সজল, রিয়াজ উদ্দিন অন্তর। আহ্বায়ক সদস্য-মোতাসিম বিল্লাহ রিফাত, আশারাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, মো. রাসেল হোসেন, সাইফুল মালেক আকাশ, আবদুল্লাহ আল মাসুদ, নাইম হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বছরের প্রথমদিন বই দিতে না পারায় দুঃখ প্রকাশ শিক্ষা উপদেষ্টার
ইসরায়েলের কারাগারে বন্দিদের দুঃস্বপ্ন: নির্যাতনের ক্ষত, ধর্ষণ ও মানসিক অসুস্থতা
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুবি শাখা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
টানা তৃতীয়বার এআইপিএসের বর্ষসেরা আর্জেন্টিনা
থার্টি ফার্স্ট নাইট উদযাপনে গিয়ে ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
এবারের বাণিজ্য মেলায় থাকছে “জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর”
সংস্কারপন্থী নেতাদের সাথে বিএনপির ত্যাগী নেতাদের বিভেদ
মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না: প্রধান উপদেষ্টা
সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার
আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে ২ শিশু দগ্ধ
নববর্ষের বার্তায় চীনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি
যৌন হেনস্তার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন হলিউড অভিনেত্রী
১ বলে ১৫ রান, ওশান থমাসের অদ্ভুত ওভার
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আজ জুলাই বিপ্লবে আহতদের হাতে স্বাস্থ্যকার্ড তুলে দেবেন প্রধান উপদেষ্টা
নতুন বছর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
জ্বলন্ত ফানুস পড়ে মিরপুর ও ধানমন্ডিতে আগুন
শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৫, রাজধানীতে আতশবাজি-পটকায় উদযাপন
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল, থাকছে দিনব্যাপি কর্মসূচি
যাত্রা শুরু করল নতুন টেলিভিশন চ্যানেল ‘বিটিভি নিউজ’