বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘অবৈধ বাংলাদেশি’ ঠেকাতে ভারতে বিশেষ অভিযান

ভারতীয় পুলিশের বিশেষ অভিযান । ছবিঃ সংগৃহীত

অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে ভারত। দেশটির পুলিশ জানিয়েছে, অবৈধ বাংলাদেশিদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছেন তারা।

বুধবার (১১ ডিসেম্বর) বার্তাসংস্থা এএনআইর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখানকার বাসিন্দাদের কাগজপত্র যাচাই করেন তারা।

এর আগে মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) মুখ্য সচিব এবং পুলিশ কমিশনারকে চিঠি দেন। চিঠিতে রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ শুরু করার নির্দেশ দেন তিনি।

গভর্নরের এমন নির্দেশনার পর বুধবার দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের জন্য দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের জন্য অভিযান পরিচালনা করে। এ সময় সেখানকার বাসিন্দাদের প্রত্যেকের নথিপত্র যাচাই করা হয়।

কয়েক দিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি দল এলজির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া তারা অনুপ্রবেশকারীদের কারণে তৈরি হওয়া সমস্যা সমাধানে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

দিল্লি পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অনৈতিকভাবে পাওয়া সরকারি নথিপত্র বাতিল এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য এ অভিযান চালিয়েছে।

Header Ad
Header Ad

১৫ বছর প্রেম করে বিয়ে করলেন কীর্তি সুরেশ

কীর্তি সুরেশ অবশেষে তার বর অ্যান্টনি থাটিল। ছবিঃ সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ অবশেষে তার দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাটিলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সম্প্রতি কীর্তি সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি শেয়ার করেছেন, যা ভক্তদের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে।

সম্পর্ক ১৫ বছরের পুরনো। স্কুলজীবন থেকে শুরু হওয়া এই বন্ধুত্ব পরবর্তীতে প্রেমে রূপান্তরিত হয়, যা এখন বিয়েতে পরিণত হল।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়ায় তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি ছিল। বিয়ের উৎসব ৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী চলছিল।

অনুষ্ঠানে দক্ষিণী ও বলিউডের অনেক তারকা উপস্থিত ছিল, যেমন থালাপতি বিজয়, অ্যাটলি কুমার, নায়নী, বরুণ ধাওয়ান প্রমুখ।

কীর্তি সুরেশ ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৩ সালে নায়িকা হিসেবে অভিষেক হয়। ২০১৮ সালে 'মহানতি' সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। সম্প্রতি 'বেবি জন' সিনেমার গান 'নাইন মাটাজা'তে তার আবেদনময়ী রূপ প্রশংসিত হয়েছে।

Header Ad
Header Ad

সাবেক ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ১৫৫ কোটি টাকার দুর্নীতির মামলা

সাবেক ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী জাহিদ-পলক-আজম। ছবিঃ মংগৃহীত

অবৈধভাবে ১৫৫ কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও তার ছেলে, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয়। দুদক পরিচালক আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে ৬১ কোটি ৫৬ লাখ টাকা ও তার ছেলে রাহাত মালেকের বিরুদ্ধে ১১ কোটি ৮৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আর সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে ৭২ কোটি টাকার অবৈধ সম্পদে অর্জনের অভিযোগ আনা হয়েছে।

Header Ad
Header Ad

নওগাঁয় গরুর মাংস মিলছে ৫৫০ টাকায়, কিনতে পারবেন ২৫০ গ্রামও

সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রি কার্যক্রম

চড়া দামের কারণে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত অনেক মানুষ পুরো এক কেজি মাংস কিনতে পারছেন না। এমন ক্রেতাদের সুবিধার্থে এবার ২৫০ গ্রাম গরুর মাংস বিক্রি করতে নওগাঁর মান্দায়। সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যের দোকানে গরুর মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন আয়োজনে প্রসাদপুর বাজারের টিএন্ডটি অফিসের সামনে ন্যায্য মূল্যের এ দোকান উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা দিপংকর পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ন্যায্য মূল্যের এ দোকানে এক কেজি গরুর মাংস ৫৫০ টাকায় বিক্রি করা হয়। একজন ভোক্তাকে সর্বোচ্চ এক কেজি ও সর্বনিম্ন ২৫০ গ্রাম মাংস দেওয়া হয়েছে।


এ প্রসঙ্গে ইউএনও শাহ আলম মিয়া বলেন, জেলা প্রশাসক স্যারের দিক নিদের্শনায় ন্যায্য মূল্যে মাংসের দোকান চালু করা হয়েছে। সপ্তাহের বৃহস্পতিবার এ দোকান চালু থাকবে। আগামিতে গরুর মাংসের পাশাপাশি খাসির মাংসেরও ব্যবস্থা করা হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

১৫ বছর প্রেম করে বিয়ে করলেন কীর্তি সুরেশ
সাবেক ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ১৫৫ কোটি টাকার দুর্নীতির মামলা
নওগাঁয় গরুর মাংস মিলছে ৫৫০ টাকায়, কিনতে পারবেন ২৫০ গ্রামও
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো প্রবাসী
যশোরের শার্শায় অবৈধ দখলে থাকা ৩শ' বিঘা সরকারি জমি উদ্ধার
তবে কি খুলছে ডাকসুর বন্ধু দুয়ার?
‘অবৈধ বাংলাদেশি’ ঠেকাতে ভারতে বিশেষ অভিযান
ডোপ টেস্টের কার্যক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু
মামলা নিষ্পত্তি হলে তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
পুলিশে বড় রদবদল, জানা গেল নাম
গুম-খুন-নির্যাতনে ‘আয়নাঘর’ ছিল জানালেন র‍্যাবের ডিজি
মেয়ের বাবা হলেন ছাত্র-আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ রাব্বি
বিজয় দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
পুলিশ ক্লিয়ারেন্স ফি তিন গুণ বাড়ালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জয়কে হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতা মিল্টনের জামিন
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন
প্রায় সাড়ে ৪ ঘন্টা বিভ্রাটের পর স্বাভাবিক হলো হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম
প্রধান বিচারপতির সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ
সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি