গাজা ও লেবাননে অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বে চলমান সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সমাপনী দিনে দেওয়া ভাষণে গুতেরেস গাজা ও লেবাননে শত্রুতা অবিলম্বে বন্ধ করার দাবি জানান। তিনি বিশেষ করে ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত শান্তি’ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
এটি ছিল ২০২২ সালের এপ্রিলের পর গুতেরেসের প্রথম রাশিয়া সফর। তিনি মস্কোর ইউক্রেনে সামরিক হস্তক্ষেপ এবং রুশ বাহিনীর ‘ইউক্রেনীয় ভূখণ্ড দখল’-এর নিন্দা জানান। সম্মেলনে দেওয়া বক্তব্যে গুতেরেস বলেন, "আমাদের এখন ইউক্রেনে শান্তি দরকার। জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং সাধারণ পরিষদের প্রস্তাবের ভিত্তিতে ‘ন্যায়সঙ্গত শান্তি’ প্রতিষ্ঠা করা জরুরি।" তিনি বলেন, প্রতিটি দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্মেলনে অন্যান্য বিশ্ব নেতারাও গাজা ও লেবাননে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানান। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সম্মেলনে বলেন, "ইসরায়েল গাজার বেসামরিক নাগরিকদের ক্ষুধার্ত রাখতে এবং তাদের নিজ ভূমি থেকে বিতাড়িত করতে চায়।"
রুশ প্রেসিডেন্ট পুতিন সম্মেলনে পশ্চিমা বিশ্বের ‘অলীক’ আশার বিরুদ্ধে সতর্কতা জারি করে বলেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, মস্কো-বিরোধীরা রাশিয়াকে কৌশলগত পরাজয়ের মুখোমুখি করতে চায়, যা ইতিহাসের অজানা মাত্রা। তিনি বলেন, "এসব পরিকল্পনা অলীক। যারা রাশিয়ার ইতিহাস জানেন না, তারাই এমন স্বপ্ন দেখে।"
২০২২ সালের এপ্রিলে ক্রেমলিনে গুতেরেস ও পুতিনের সর্বশেষ বৈঠক হয়েছিল, যা মারিউপোল অবরোধের সময় অনুষ্ঠিত হয়েছিল।
জাতিসংঘ মহাসচিবের বক্তব্য এবং অন্যান্য নেতাদের আহ্বান চলমান সংঘাত নিরসনে বিশ্ববাসীর শান্তি প্রতিষ্ঠার আশা পুনরায় দৃঢ় করেছে।