শান্তিতে নোবেল পেল জাপানি সংস্থা 'নিহন হিডানকিও'
ছবি: সংগৃহীত
জাপানের সংস্থা 'নিহন হিডানকিও' ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছে। পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায়, নরওয়ের রাজধানী অসলো থেকে তাদের নাম ঘোষণা করে।
নিহন হিডানকিও পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং অস্ত্র মুক্ত একটি নিরাপদ পৃথিবী প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংস্থাটির নিরলস প্রচেষ্টা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যা নোবেল কমিটির এই সম্মানসূচক পুরস্কারের মাধ্যমে স্বীকৃত হয়েছে।
এর আগে, ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইরানের নার্গিস মোহাম্মাদি। তিনি ইরানি নারীদের উপর নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য এ পুরস্কারে ভূষিত হন।