নেদারল্যান্ডসে আবারও কোরআন অবমাননা
ছবি: সংগৃহীত
নেদারল্যান্ডসে আবারও পবিত্র কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। ইসলামবিদ্বেষী সংগঠন পেগিডার নেতা এডউইন ভেগেনসভালদ পবিত্র গ্রন্থ পোড়ানোর চেষ্টা করেছেন। এই ন্যাক্কারজনক ও ঘৃণ্য কাজে পুলিশ সহায়তা করলেও বাধা দিয়েছে স্থানীয় মুসলিমরা। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদন মতে, ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার (১৩ জানুয়ারি) নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলীয় প্রদেশ গেলডারল্যান্ডের রাজধানী শহর আর্নহেমে। এদিন শহরের জান্সপ্লেইন এলাকায় পুলিশের উপস্থিতিতে পবিত্র কোরআন পোড়ানোর চেষ্টা করেন এডউইন ভেগেনসভালদ।
তবে এ ঘটনায় শহরের মুসলিম অধিবাসীরা ক্ষোভ জানিয়েছেন। অসন্তোষ প্রকাশ করেছেন আর্নহেম শহরের মুসলিম মেয়র আহমেদ মারকুচও। স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি গেলডারল্যান্ডার জানিয়েছে, স্থানীয় মুসলিমদের অনেকেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর প্রতিবাদ জানান। তবে পরিস্থিতি এক পর্যায়ে পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
প্রতিবেদন মতে, পবিত্র কোরআন পোড়ানোর চেষ্টাকালে কয়েকজন বিক্ষোভকারী দৌড়ে এসে এদুইন ভেগেনসভালকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এ ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে।
Protesters attack man in Netherlands, trying to burn the Quran. pic.twitter.com/iifCzFsdRg
— Citizen Free Press (CitizenFreePres) January 13, 2024
কিছুকাল আগে জার্মানিতে গড়ে ওঠে ইসলামবিদ্বেষী সংগঠন পেগিডা। এরপর সংগঠনটি দ্রুত ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে। সংগঠনটির কর্মী-সমর্থকদের তৎপরতায় ভীত-সন্ত্রস হয়ে উঠেছে ইউরোপীয় মুসলিমরা।
পেগিডা নেদারল্যান্ডসেও ডালপালা ছড়িয়েছে। দেশটিতে সংগঠনটির প্রধান এডউইন ভেগেনসভালদ। তিনি একের পর এক ইসলামবিদ্বেষী নানা কর্মকাণ্ড করে চলেছেন। তার এসব কর্মকাণ্ডের মধ্যে পবিত্র কোরআন অবমাননা অন্যতম। শনিবারের ঘটনা দিয়ে এখন পর্যন্ত তিনবার কোরআন অবমাননার চেষ্টা করেছেন তিনি।
এর আগে গত বছরের (২০২৩) সেপ্টেম্বরে প্রশাসনিক রাজধানী হেগে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে প্রকাশ্যে কোরআনের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলেন ইসলামবিদ্বেষী এ ব্যক্তি। এখানেই শেষ নয়, কোরআনের পাতা ছিঁড়ে পায়ের নিচে রাখেন। এর আগে একই বছরের জানুয়ারি মাসে ডাচ পার্লামেন্টের সামনে কোরআনের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলেন।