ভারতে নির্মাণাধীন টানেলে আটকা পড়েছেন ৪০ শ্রমিক
ছবি: সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ডে শনিবার ভোর ৫টা থেকে ধসে পড়া একটি নির্মাণাধীন টানেলের ভিতর আটকে আছেন ৪০ জন শ্রমিক। তাদেরকে উদ্ধারে বেশ কয়েকটি এজেন্সি তৎপরতা চালিয়ে যাচ্ছে। ব্রহ্মখাল-যমুনোত্রি ন্যাশনাল হাইওয়েতে নির্মাণ করা হচ্ছে এই টানেল। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ৪০ জন শ্রমিকই নিরাপদে আছেন। তাদেরকে পাইপের মাধ্যমে অক্সিজেন দেয়া হচ্ছে।
উত্তরকাশীর সার্কেল অফিসার প্রশান্ত কুমার বলেছেন, তাদের সঙ্গে সার্বাক্ষণিক আমরা যোগাযোগ রাখছি। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ন্যাশনাল ডিজঅ্যাস্টার রেসপন্স ফোর্স, স্টেট ডিজঅ্যাস্টার রিলিফ ফোর্স ও পুলিশ।
প্রশান্ত কুমার বলেছেন, আটকে পড়া ব্যক্তিদেরকে পানি এবং খাদ্য পাঠানো হয়েছে বিশেষ উপায়ে। টানেলটি উন্মুক্ত করতে ২০ মিটারের একটি স্লাব সরানো হয়েছে। তাদেরকে বের করে আনার জন্য একটি প্যাসেজ বা পথ প্রস্তুত করা হচ্ছিল। তবুও প্রায় ৩৫ মিটার গভীর পর্যন্ত খনন করা প্রয়োজন হবে।
এ কাজে বিভিন্ন ভারি যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এই টানেলটি উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সিল্কইয়ারার সঙ্গে ড্যান্ডালগাঁও পর্যন্ত সংযুক্ত করবে। চর ধাম রোড প্রজেক্টের অধীনে এটি নির্মাণ করা হচ্ছে। উত্তরকাশী থেকে যমুনোত্রি ধাম পর্যন্ত ভ্রমণে দূরত্বকে ২৬ কিলোমিটার কমিয়ে আনতে এই টানেল নির্মাণ করা হচ্ছে। এতে আটকা পড়া শ্রমিকদের বাড়ি বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে।
রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্পকর সিং ধামি বলেছেন, উদ্ধার অভিযান সম্পর্কে তাকে জানানো হয়েছে। সবার নিরাপদ জীবন প্রার্থনা করেছেন তিনি।