রাহুল গান্ধীকে বাংলো ছাড়তে নোটিশ
রাহুল গান্ধীকে সরকারি বাংলো ছাড়ার নোটিশ দিয়েছে লোকসভার হাউজ়িং কমিটি। সোমবার (২৭ মার্চ) আগামী এক মাসের মধ্যে ওই বাংলো ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়।
গত শুক্রবার (২৪ মার্চ) রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়। সংসদে পদ খারিজের পর রাহুল গান্ধীকে সরকারি বাংলো ছাড়তে নোটিশ দেওয়া হলো।
২০০৪ সাল থেকে লোকসভার সংসদ সদস্য ছিলেন রাহুল। সেই সূত্রে দিল্লিতে ১২ তুঘলক রোডে রাহুলের জন্য সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল।
গত ২৩ মার্চ রাহুলের সংসদ সদস্য পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এর পরই সেই বাংলো খালি করতে নোটিশ দেওয়া হলো সনিয়া-পুত্রকে।
আগামী ১ মাসের মধ্যে সরকারি বাংলো ছাড়তে রাহুলকে নোটিশ দেওয়া হয়েছে। যদিও রাহুলের তরফ থেকে দাবি করা হয়েছে যে, এমন কোনো নোটিশ তিনি পাননি।
আইইডি বিস্ফোরণে নিহত সশস্ত্র বাহিনীর আধিকারিক, অভিযানে হঠাৎ মাওবাদী হানা ছত্তীসগঢ়ে
মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে গত বৃহস্পতিবার রাহুলকে ২ বছরের জেলের সাজা দিয়েছেন গুজরাতের সুরত জেলা আদালত।
তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার রাহুলের সংসদ পদ খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
সংসদ পদ খারিজ হওয়ার পর শুক্রবার বিকাল ৫টা ২৭ মিনিট নাগাদ টুইট করেছিলেন সনিয়া-পুত্র। লিখেছিলেন, ‘দেশের কণ্ঠস্বরের জন্য লড়াই করছি। প্রতিটি মূল্য চোকাতে প্রস্তুত।’
এরপর, শনিবার সাংবাদিক বৈঠকে রাহুল বলেন যে, মোদী-আদানি সম্পর্ক নিয়ে সংসদে প্রশ্ন তোলাতেই নিশানা করা হয়েছে তাকে। তিনি এও জানান যে, সংসদে তার পরের বক্তৃতা নিয়ে প্রধানমন্ত্রী ভীত, তাই তার সংসদ পদ খারিজ করা হয়েছে।
এমএমএ/