স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং
উত্তর কোরিয়া স্বল্পপাল্লার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। এ নিয়ে চলতি মাসে চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং।
সোমবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, উত্তর কোরিয়া দেশটির রাজধানী পিয়ংইয়ং এর সুনান বিমানবন্দর থেকে দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো কতটা পথ পাড়ি দিয়েছে সে বিষয়ে কিছু জানয়নি দক্ষিণ কোরিয়া।
জাপান সরকারও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হওয়ায় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় নিন্দা জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে।
উত্তর কোরিয়া চলতি বছরের শুরু থেকে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সর্বশেষ গত সপ্তাহে দেশটি সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে।
গত শুক্রবারও পিয়ংইয়ং ট্রেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছিল।
ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ক্ষেত্রে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনাও থমকে আছে ২০১৯ সাল থেকে।
কেএফ/