রেড হ্যান্ড ডেতে কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ ভাষণ
গত ১২ ফেব্রুয়ারি ছিল রেড হ্যান্ড ডে বা ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট দ্য ইউস অব চাইল্ড সোল্জার্স’ সোলডার্স দিবস। দিনটি উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিষয়ে বিশেষ ভাষণ দেওয়া হয়েছে।
বিশ্বে বিভিন্ন অঞ্চলে যুদ্ধ অথবাসশস্ত্র কোনো সংগ্রামে নিয়োজিত শিশুদের সৈনিকরূপে জোরপূর্বক ব্যবহারের নির্মম চর্চা বন্ধে এই বিশেষ দিবস ২০০২ সাল হতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র উদযাপিত হয়ে আসছে।
এই দিবস অনুসারে কানাডা বছরব্যাপী শিশুদের জোর পুর্বক সশস্ত্র সংগ্রাম নির্যাতন কর্মে নিয়োগ ও নির্যাতন প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে l
কানাডা এই দিবস উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন প্রদেশে কর্মসূচি গ্রহণ করেছে। কানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার এই বিশেষ দিনের ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট দি ইউস অব চাইল্ড সোল্ডারের অথবা রেড হ্যান্ড ডে উপলক্ষে বিশেষ ভাষণ দেন।
তিনি জানান, শিশুদের কোনো অবস্থাতেই অস্ত্র বা হাতিয়ার হিসেবে যুদ্ধে বা কোনো সশস্ত্র সংঘাতে ব্যবহার বা জোরপূর্বক নিয়োগ করা উচিত নয়, আমাদের সবার দায়িত্ব হলো শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত একটি সমাজ গঠন করা। কানাডা ও কানাডার সরকার এই বিশেষ দিবসে কোনো যুদ্ধে বা সশস্ত্র সংঘর্ষে শিশুদের ব্যবহার করার বিরুদ্ধে কঠোরভাবে প্রতিহত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
সারা পৃথিবীতে বর্তমানে দুঃখজনকভাবে ৪৫০ মিলিয়ন শিশু যুদ্ধে বা সশস্ত্রভাবে সাংঘর্ষিক কোনো অঞ্চলে অবস্থান করছে। এই রকম সশস্ত্র বা সংঘাতময় অঞ্চলে অবস্থানগত কারণে শিশুদের অনেক সময় নির্মম সহিংসতার অভিজ্ঞতা ধারণ করতে অথবা তাদের বাধ্যতামূলকভাবে অংশ নিতে হচ্ছে।
এই রকম পরিবেশ শিশুদের স্বাভাবিক কোমল মনস্তত্ব বিকাশের পরিপন্থী আর জীবনব্যাপী তাদের ভয়াবহ নেতিবাচক প্রভাব রাখছে। কানাডা সারা বিশ্বের শিশু সৈনিক বা যুদ্ধভিত্তিক সহিংসতাতে শিশুদের নিয়োগের প্রতিবাদে কানাডা ২০১৭ সালের গৃহীত The Vancouver Principles on Peacekeeping and the Prevention of the Recruitment and Use of Child Soldiers’ উৎত্থাপন করে এর আদর্শে অগ্রসর হয় l
বিশ্বের ১০৬ রাষ্ট্র কর্তৃক সম্মতি ও অনুমোদিত এই অনুসারে কানাডা জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে যুদ্ধে ব্যবহৃত সশস্ত্র শিশুদের বিষয়টি প্রতিহত করার সিদ্বান্ত নেয় এবং সকল শান্তি মিশনে কর্তব্যরত সৈনিক, পুলিশরা নাগরিকরা যেকোনো সসস্ত্র আন্দোলনে নিয়োগকৃত শিশুদের প্রতিহত করা জন্য কঠোর সিদ্বান্ত নেয় l
কানাডা সরকার ডেলাযার সেন্টার অব এক্সিলেন্স ফর পিস বা প্রতিষ্ঠার মাধ্যমে তাদের সকল সৈনিক দের এই সশস্ত্র সংগ্রামে নিয়োগ করা শিশু সৈনিকদের প্রতিহত ও নির্মূল করার জন্য প্রাসঙ্গিকভাবে প্রস্তুত করছে ।
আমরা আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন রাষ্ট্র ও জাতির সঙ্গে শিশুদের জন্য নিরাপদ নির্যাতন মুক্ত পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে আগ্রহী।
এমএমএ/