বিশ্বে একদিনে করোনা শনাক্ত ২৪ লাখের বেশি
বিশ্বে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৪ লাখের বেশি। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এপর্যন্ত বিশ্বজুড়ে শনাক্ত হয়েছে ৩২ কোটি ৫৮ লাখের কাছাকাছি। ভারত, রাশিয়া, ফ্রান্স তুরস্কে বেড়েছে দৈনিক সংক্রমণ।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় ২৪ লাখ ৫৬ হাজার ৮০৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩২ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৫৩২ জন ছাড়িয়েছে। এছাড়া একই সময়ে পাঁচ হাজার ৭৮৩ জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেছেন ৫৫ লাখ ৩৪ হাজার ৭৮৬ জন।
অমিক্রনের জেরে বিশ্বজুড়ে ব্যাপক সংক্রমণ বৃদ্ধির মধ্যেই করোনার বিধিনিষেধের বিরুদ্ধে আবারও উত্তাল ইউরোপের কয়েকটি দেশ। শনিবার ইতালি, ফ্রান্স ও জার্মানির কয়েকটি শহরে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ।
সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতালিতে সরকারের আরোপ করা বিধিনিষেধের প্রতিবাদে রাজধানী রোমে বিক্ষোভে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। শনিবার দেশটিতে করোনা শনাক্ত হয়েছে এক লাখ ৮০ হাজারের বেশি।
এছাড়া করোনার পঞ্চম ঢেউ নিয়ন্ত্রণে ফ্রান্সের প্যারিসে করোনার নতুন বিধিনিষেধ ও টিকা ছাড়পত্র নীতির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে কয়েক হাজার মানুষ। এছাড়া জার্মানির কয়েকটি শহরেও করোনার বিধিনিষেধের প্রতিবাদের বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় কোটি ৫৪ লাখ ২ হাজার ৬০৬ জন এবং মৃত্যুবরণ করেছে আঠ লাখ ৮৯ হাজার ৯৯৪ জন।
রাশিয়ায় এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্য এক কোটি পাঁচ লাখ ৯২ হাজার ৪৩৩ জন এবং মৃত্যু বরণ করেছে তিন লাখ ১৪ হাজার ১৪৪ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৬৮ লাখ ৫০ হাজার ৯৬২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৫ হাজার ৭৫২ জনে।
কেএফ/