টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পরই কর্মী ছাঁটাই করলেন মাস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছাঁটাই করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। শুক্রবার (২৮ অক্টোবর) মার্কিন গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক টুইটে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি কিনে নেওয়ার ঘোষণা দেন ইলন মাস্ক। নিয়ন্ত্রণ হাতে নেওয়ার পর নিজের টুইটার অ্যাকাউন্টের নামও পরিবর্তন করেছেন তিনি। অ্যাকাউন্টের নতুন নাম দিয়েছেন ‘চিফ টুইট’।
এদিকে টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল, প্রধান অর্থ বিষয়ক কর্মকর্তা, আইনগত নীতি, বিশ্বাস ও নিরাপত্তা বিষয়ক প্রধান কর্মকতাকে বরখাস্ত করেছেন মাস্ক।
ওয়াশিংটন পোস্ট ও সিএনবিসি সূত্রের নাম উল্লেখ না করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক।
এনিডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেসলা প্রধানকে টুইটার কেনার চুক্তির শর্তে আটকে রাখার জন্য আদালতে গিয়েছিলেন পরাগ আগরওয়াল।
অবশ্য টুইটার কেনার চুক্তি সম্পন্ন হলে কর্মী ছাঁটাইয়ের পথে মাস্কের হাঁটার পরিকল্পনা আগেই প্রকাশ পায়। এমনকি কতজনকে ছাঁটাই হবে সেটিও প্রকাশ হয়। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, মালিকানা নেওয়ার পর টুইটারের প্রায় ৭৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছেন ইলন।
উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। এরপরে নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন মাস্ক। সেসময় তিনি জানিয়েছিলেন, অনুমানের থেকে টুইটারে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ার কারণেই সংস্থাটি কেনার এই সিদ্ধান্ত থেকে সরে আসা। তবে অক্টোবরের শুরুতে সোশ্যাল মিডিয়ার জায়ান্ট এই প্রতিষ্ঠান কেনার সিদ্ধান্তে ফিরে আসেন ইলন মাস্ক। এসময় আগে যে দামে টুইটার কিনতে চেয়েছিলেন সেই দামেই আবার কেনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি।
এসএন