পাঁচ বছরে বিএসএফের হাতে আটক ৬৪৪৪ বাংলাদেশি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত পাঁচ বছরে মোট ছয় হাজার ৪৪৪ বাংলাদেশিকে আটক করেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।
বিএসএফ জানায়, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ-ভারত এবং ভারত-পাকিস্তান সীমান্তে মোট ছয় হাজার ৭১২ অনুপ্রবেশকারীকে আটক করেছে তারা। এর মধ্যে ২৬৮ জনকে পাকিস্তান সীমান্ত এবং বাকি ছয় হাজার ৪৪৪ জনকে বাংলাদেশ সীমান্ত থেকে আটক করা হয়।
বাংলাদেশ সীমান্ত থেকে আটক ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ চার হাজার ৭৯৬ জন দক্ষিণবঙ্গ থেকে, উত্তরবঙ্গ থেকে ৫৮৫ জন, ত্রিপুরা থেকে ৫৫৮ জন, মেঘালয় থেকে ২৪৮ জন, গুয়াহাটি থেকে ২১৪ জন এবং মিজোরাম ও কাছার ৪৩ জনকে আটক করা হয়।
বিএসএফের তথ্যমতে, ২০১৭ ২০২০ সালের মধ্যে ৪১ ‘অনুপ্রবেশকারী’ তাদের গুলিতে নিহত হন। ২০২১ সালে রেকর্ড এক হাজার ৬২৮ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়। এই এক বছরে বিএসএফের গুলিতে নিহত হন ১৮ জন।
বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএনআইকে বলেন, ‘বেশিরভাগ অনুপ্রবেশকারীই ভারতে প্রবেশ করেছে কাজের খোঁজে। আবার কেউ কেউ মাদক ও মানবপাচারের মতো অবৈধ কাজের জন্য অনুপ্রবেশ করেছে।’
এসএ/