ইউক্রেন সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব ও এরদোয়ান
চলতি সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব্য এরদোয়ান ইউক্রেন সফরে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইউক্রেনের লিভিভ শহরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে অংশ নেবেন তারা। মঙ্গলবার (১৬ আগস্ট) এ খবর জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিখ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দুজারিখ বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কির আমন্ত্রণে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ও জাতিসংঘ মহাসচিব একটি বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার সেখানে উপস্থিত থাকবেন। এ ছাড়াও শুক্রবার তারা কৃষ্ণ সাগরের ওডেসা বন্দর পরিদর্শন করবেন, যেখান থেকে জাতিসংঘের মধ্যস্থতায় শস্যবাহী জাহাজ ছেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়।
শস্য রপ্তানিতে দীর্ঘ অচলাবস্থা কাটতে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় একটি চুক্তিতে উপনীত হয় কিয়েভ ও মস্কো। ঐতিহাসিক চুক্তিতে কিয়েভের পক্ষে স্বাক্ষর করেন দেশটির অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্দার কুবরাকভ ও রাশির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো।
এমন পরিস্থিতিতে দুজারিখ বলেন, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হবে গুতেরেসের। জাপোরিঝিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ কীভাবে রাজনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা হবে।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা নিয়ে একে অপরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন। কেন্দ্রটিকে ঘিরে লড়াইয়ের ফলে বিপর্যয়ের আশঙ্কা করে সতর্ক করেছে জাতিসংঘ।
টিটি/