পদত্যাগের পর ফের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ
বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে দল বদল করে একদিন পরই আবার সেই পদেই আসীন হলেন নীতীশ কুমার।
মঙ্গলবার (৯ আগস্ট) বিজেপির সঙ্গ ছেড়ে পদত্যাগ করেন ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দল বদল করে একদিন পরই বুধবার (১০ আগস্ট) নতুন জোটের নেতা হয়ে আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এ নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে অষ্টমবারের মতো শপথ নিলেন তিনি।
বুধবার নীতীশ কুমারের শপথের মধ্যে দিয়ে বিহারে বিজেপি বিরোধী সাতদলের নতুন মহাজোট সরকারের যাত্রা শুরু হলো। এদিন নীতীশের ডেপুটি হিসেবে শপথ নেন লালু-পুত্র তেজস্বী।
এদিকে শপথ নিয়েই নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে তিনি বলেন, ২০১৪ সালে জিতেছেন। কিন্তু, ২০২৪-এর ভোটে জিততে পারবেন তো?
মঙ্গলবার পদত্যাগের পর বুধবার সকালে প্রথমে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে ফোন করেন নীতীশ। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তাদের। এরপর মহাজোটে শামিল হওয়ার জন্য জেডিইউ নেতা নীতিশকে স্বাগত জানান লালু।
মঙ্গলবারেই নীতীশ-তেজস্বী একসঙ্গে এক গাড়িতে রাজভবনে যান। সরকার গড়ার দাবি পেশ করেন। বিহার বিধানসভায় বৃহত্তম দল আরজেডির ৭৯ জন বিধায়কের সঙ্গে নীতিশ কুমারের দলের ৪৫ জন। কংগ্রেসের ১৯জন, বামেদের ১৬ জন, সাবেক মুখ্যমন্ত্রী জিতন রাম মাজির দলের ৪ জন ও ১ জন নির্দল বিধায়ক মিলিয়ে ১৬৪ জন বিধায়কের সমর্থনের চিঠি রাজ্যপালের হাতে তুলে দেন নীতীশ কুমার। বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার যেখানে ১২২, সেখানে তার চেয়ে অনেক বেশি সংখ্যা মহাজোটের পক্ষে।
এই নীতীশ কুমারের শিবির বদল করার ফলেই, ক্ষমতায় আসার দু’বছরের মধ্যে বিহারে ক্ষমতা হারিয়েছিল আরজেডি-কংগ্রেস। এবার সেই নীতিশ কুমারই জোট ভেঙে দেওয়ায়, ফের দু’বছরের মধ্যে ক্ষমতাচ্যুত হল বিজেপির জোট সরকার।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নীতিশ কুমার আর উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদব
শপথ নেওয়ার পর রাজভবন থেকে বেরিয়ে নীতীশের ডেপুটি তেজস্বী যাদব বলেন, সারা দেশের যা করা উচিত, বিহার তা করে দেখিয়েছে। বিজেপি আঞ্চলিক দলগুলোকে শেষ করে দিতে চাইছে। মহাজোট এতটাই শক্তিশালী যে বিধানসভায় বিরোধী হিসেবে একাই থাকবে বিজেপি।
এদিকে, বিজেপি নীতীশের শপথের দিনটিকে ‘বিশ্বাসঘাতকতা দিবস’ হিসেবে পালন করেছে।
আরএ/