থাইল্যান্ডে যেতে চান শ্রীলঙ্কার পলাতক রাষ্ট্রপতি গোতাবায়া
শ্রীলঙ্কার বিতাড়িত সাবেক রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকশেকে যেন তাদের দেশে ঢুকতে দেওয়া হয়, তারা সেরকম একটি অনুরোধ পেয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয়।
গত মাসে ব্যাপক গণবিক্ষোভের মুখে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়া রাজাপাকশে এখন থাইল্যান্ডে আশ্রয় চাইছেন বলে যে খবরে জানা যায়। তার পরিপ্রেক্ষিতে বুধবার (১০ আগস্ট) থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয় এ কথা জানায়।
তারা বলছে, রাজাপাকশেকে ৯০ দিনের জন্য থাকতে দেওয়া হবে, তবে তিনি কোনো রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন না।
রাজাপাকশের বিরুদ্ধে শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা অর্থনৈতিক অব্যবস্থাপনার মাধ্যমে দেশকে চরম সংকটে ঠেলে দেওয়ার অভিযোগ এনেছে।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংগ্রাত এক বিবৃতিতে বলেছেন, ‘শ্রীলঙ্কার বর্তমান সরকারের কাছ থেকে প্রাক্তন রাষ্ট্রপতিকে থাইল্যান্ডে প্রবেশের অনুরোধ পেয়েছে থাই সরকার।’
কলম্বোতে গণবিক্ষোভে প্রেসিডেন্টের প্রাসাদ তছনছ হওয়ার পর রাজাপাকশের চেয়ারে বসে ছবি তুলছেন একজন অজ্ঞাতনামা বিক্ষোভকারী।
তিনি জানান, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে ২০১৩ সালের ভিসা ছাড় সংক্রান্ত চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কার একজন কূটনৈতিক পাসপোর্টধারী হিসেবে প্রাক্তন রাষ্ট্রপতি ৯০ দিনের জন্য ভিসা ছাড়াই থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন।
গত ১৩ জুলাই রাজাপাকশে একটি সামরিক বিমানে চড়ে দেশ থেকে পালিয়ে যান। বর্তমানে তিনি সিঙ্গাপুরে স্বেচ্ছা-নির্বাসনে রয়েছেন।
এমএমএ/