রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ফিরে দেখা ২০২১

নিয়ন্ত্রণহীন লুকাশেঙ্কো

বছরখানেক ধরেই পশ্চিমা সংবাদমাধ্যমের আলোচিত নাম আলেকজান্ডার লুকাশেঙ্কো। বেলারুশের বিতর্কিত এই প্রেসিডেন্ট ২০২১ সালে আবারও আলোচনায় এসেছেন বেলারুশ হয়ে ইউরোপে যাওয়া গ্যাস পাইপলাইন বন্ধ করার হুমকি দিয়ে।

নভেম্বরে বেলারুশ সীমান্ত থেকে কয়েক শ শরণার্থী পোল্যান্ডের দিকে যাওয়ার পর সংকট তীব্র হয়েছে। ইউরোপে ঢোকার প্রত্যাশায় পোল্যান্ড সীমান্তে অবস্থান করা কয়েক হাজার শরণার্থী এখন তীব্র ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। তাদের বেশিরভাগই ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকে গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।

পোল্যান্ড ও তার মিত্রদের দাবি, রাশিয়ার ইন্ধনে বেলারুশ শরাণার্থীদের পোল্যান্ডে প্রবেশের জন্য উসকানি দিচ্ছে, যাদের অনেকে মধ্যপ্রাচ্যের নাগরিক। বেশিরভাগের সঙ্গেই কনকনে শীতের হাত থেকে বাঁচার কাপড়টুকুও ছিল না। বেলারুশ-পোল্যান্ড সীমান্তে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছে শিশু।

পোল্যান্ড সীমান্তে মানবিক সংকটের জন্য বেলারুশকে দায়ী করে নিষেধাজ্ঞা দিলে এর পাল্টায় মিনস্কও ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে হুমকি দিয়েছেন আলেক্সান্ডার লুকাশেঙ্কো। গত ১১ অক্টোবর তিনি বলেন, ‘ইউরোপ যদি আমাদের ওপর আরও নিষেধাজ্ঞা দেয়, তাহলে আমরাও জবাব দেব।’ তিনি আরও বলেন, ‘আমরা ইউরোপকে গরম রাখি, আর তারা আমাদের হুমকি দেয়। এখন আমরা যদি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বন্ধ করে দিই? সেজন্যই পোল্যান্ড, লিথুনিয়ার নেতা ও অন্যান্য নির্বোধদের বলতে চাই–ভেবে তারপর কথা বলবে।’
৩০ নভেম্বর লুকাশেঙ্কো বলেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটো যদি পোল্যান্ডে অ্যান্টি-মিসাইল ব্যবস্থা স্থাপন করে, তাহলে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র চাইবেন।

বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় বাহিনী নামিয়ে ভিন্নমত দমন ও প্রশ্নবিদ্ধ ভোটে ক্ষমতা কুক্ষিগত করে আলেক্সান্ডার লুকাশেঙ্কো ইউরোপে নব্য স্বৈরতন্ত্রের জন্ম দিয়েছেন। তাকে ইউরোপের গণতন্ত্রের জন্য হুমকি মনে করা হচ্ছে। এ কারণে পশ্চিমাদের কাছে লুকাশেঙ্কো করোনাভাইরাস থেকে কোনো অংশে কম আলোচিত বা তাৎপর্যপূর্ণ নন। এখন এর সঙ্গে যুক্ত হলো সীমান্ত ও শরণার্থী ইস্যু। কিছুদিন আগে বিমান ছিনতাই করে সাংবাদিক গ্রেপ্তার এবং এতে ফিলিস্তিনের প্রতিরোধ যুদ্ধের সংগঠন হামাসের কথিত বোমা হামলার অজুহাত তুলে তিনি আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিলেন।

লুকাশেঙ্কোর শত্রু মিডিয়া

গত ২৩ মে সমাজকর্মী ও সরকারবিরোধী সাংবাদিক রোমান প্রোতেসেভিচকে গ্রেপ্তার করতে গ্রিস থেকে লিথুয়ানিয়ার উদ্দেশে পাড়ি দেওয়া রায়ান এয়ারের একটি বিমানের গতিপথ ঘুরিয়ে রাজধানী মিনস্কে নামতে বাধ্য করে বেলারুশ সরকার। আকাশ থেকে বিমান নামানোর কারণ হিসেবে ‘হামাসের বোমা হামলার হুমকি’ ছিল বলে দাবি করে বেলারুশ কর্তৃপক্ষ।

রায়ানএয়ার বলেছে, বিমানে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। পাঁচ ঘণ্টা পর বিমানবন্দর ছাড়ার অনুমতি দেওয়া হয়। তবে তার আগে অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগ তুলে রোমান প্রোতেসেভিচ ও তার রুশ বান্ধবী সোফিয়া সাপিগাকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দার মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। বেলারুশের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ অভিযোগ তুলে শাস্তি দাবি করেছে তারা।

ইউরোপ-আমেরিকায় যখন নিন্দার ঝড় বইছে, তখন বেলারুশের প্রেসিডেন্ট তাঁর কৃতকর্মের সাফাই দিয়েছেন। দাবি করেন, তিনি বেলারুশের জনগণকে সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক আইনের অধীনেই এ কাজ করেছেন। সংসদে দেওয়া ভাষণে লুকাশেঙ্কো বলেন, ‘যেমনটি আমরা আভাস দিয়েছিলাম, আমাদের যারা ক্ষতি চায়, দেশের বাইরে থেকে ও দেশের ভেতর থেকেও তারা আমাদের রাষ্ট্রের উপর আক্রমণের পদ্ধতি পাল্টেছে।’

মিনস্ক বিমানবন্দরে আটকের পর গত ২৪ মে প্রথমবারের মতো ওই সাংবাদিকের একটি ভিডিও প্রকাশ করে বেলারুশ কর্তৃপক্ষ। এতে রোমান প্রোতেসেভিচ বলেছেন, তার স্বাস্থ্য ভালো রয়েছে। সেইসঙ্গে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ স্বীকার করতেও দেখা গেছে। তবে দেশটির প্রধান বিরোধীদলীয় নেতাসহ অ্যাক্টিভিস্টরা ভিডিওটির সমালোচনা করে বলেছেন, চাপের মুখে রোমানকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে।

লিথুয়ানিয়ায় নির্বাসিত বেলারুশের বিরোধী নেতা সভেৎলানা টিখানোভসকিয়া জানান, লুকাশেঙ্কো সরকার ২৬ বছর বয়সী রোমান প্রোতেসেভিচের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনার পর ২০১৯ সালে দেশ ছাড়েন তিনি। এরপর নেক্সটা মিডিয়ার মাধ্যমে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের খবর প্রকাশ করেন। ওই নির্বাচন ও তার পরবর্তী সময়ে বেলারুশের বিরোধীদের পক্ষে বড় ভূমিকা রেখেছিল নেক্সটা মিডিয়া। টেলিগ্রাম চ্যানেলের পাশাপাশি টুইটার ও ইউটিউবে তাদের খবর প্রকাশিত হয়। বেলারুশ কর্তৃপক্ষ প্রোতেসেভিচকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করায় দেশে তার মৃত্যুদণ্ডও হতে পারে বলে সতর্ক করেছেন সভেৎলানা।

পোলিশ সম্প্রচারমাধ্যম টিভিএনে প্রোতেসেভিচের মা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আকুল আবেদন জানিয়ে বলেছেন, ‘দয়া করে উঠে দাঁড়ান, সাহায্য করুন। আমি আপনাদের কাছে এই কাকুতি-মিনতি করছি–কারণ, তারা ওকে মেরে ফেলবে।’

বেলারুশের মিডিয়া সম্পর্কে মিডিয়া বিশ্লেষক নিকিতা কাপ্লেংকো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বেলারুশের পুরো মিডিয়া লুকাশেঙ্কোর পকেটে। তবুও টেলিগ্রাম নামের ফ্রি অ্যাপে চ্যানেল চালানো এক যুবক তার পুরো প্রোপাগান্ডা ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় হুমকি! কার্যত এর মধ্য দিয়েই বুঝা সম্ভব, কেন স্বৈরশাসকরা মিডিয়া নিয়ন্ত্রণে রাখতে চায়; আর কেন সামাজিক যোগাযোগমাধ্যম তাদের জন্য হুমকি।’

স্বৈরতন্ত্রের ভিত্তি গড়েছে যে নির্বাচন

১৯৯১ সালের ২৫ আগস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে বেলারুশ পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতির নামে দেশটিতে অসন্তোষ প্রথম থেকেই তৈরি হয়। ১৯৯৪ সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে সেখানে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সোভিয়েতকালে লুকাশেঙ্কো ছিলেন অন্যতম সফল সামরিক কর্মকর্তা। নির্বাচনে তিনি একচেটিয়া পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মাঝামাঝি একটি জনকল্যাণকর গণতন্ত্রের প্রচারণা সামনে আনেন। বেলারুশের জনগণের মুক্তবাজার অর্থনীতির প্রতি আস্থা ছিল না; আবার সমাজতন্ত্রের নামে সোভিয়েতকালের শেষের দিকে যে অচলাবস্থা তৈরি হয়, সেটিও তাদের মনে গেঁথে ছিল। এ কারণে লুকাশেঙ্কোর প্রতি জনগণের আস্থা তৈরি হয়। বিপুল ভোটে জয়ী হয়ে ১৯৯৪ সালের ২০ জুলাই পূর্ব ইউরোপের দেশ বেলারুশের ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লুকাশেঙ্কো।

গণতান্ত্রিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় আসীন হলেও তাকে বেলারুশ থেকে ‘গণতন্ত্রকে মুছে ফেলার কুশীলব’ বলে মনে করেন অনেকেই। অনেক স্বৈরতান্ত্রিক শাসকদের মতো লুকাশেঙ্কোর শাসন কাঠামোর মূল ভিত্তিও তথাকথিত উন্নয়ন। পূর্ব ইউরোপের অন্য দেশের তুলনায় বেলারুশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অনেক গোছানো। অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে ২৭ বছরের শাসনে দেশটির প্রত্যন্ত অঞ্চলকেও মূলধারায় এনে যুক্ত করেছেন লুকাশেঙ্কো। নাগরিক সুবিধার দিক থেকেও অগ্রগতি হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। যা দেশটির অর্থনৈতিক অগ্রগতিতেও ব্যাপক প্রভাব ফেলেছে। তবে দেশটির সাধারণ মানুষের আয় মাসে ৮০ থেকে ১৩৩ ইউরো। যদিও লুকাশেঙ্কোর দাবি, বেলারুশের সাধারণ মানুষের আয় ৪৫০ ইউরোর উপরে।

বেলারুশের লিথুয়ানিয়াভিত্তিক সাংবাদিক তানিয়া হেনডেল বলেন, ‘ক্ষমতা গ্রহণের পর সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রের লুকাশেঙ্কোকে আমরা দেখতে পাই। দেশের সংবিধানকে তিনি সম্পূর্ণ নিজের মর্জি মতো সাজিয়েছেন। যে স্বপ্ন নিয়ে আমরা সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করেছিলাম, আমাদের সে স্বপ্নকে তিনি পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিয়েছেন। কার্যত তিনি আবারও বেলারুশকে রাশিয়ার স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত করেছেন। সর্বত্রই রাশিয়ার প্রভাব। আমাদের অর্জন কেবলমাত্র একটি পাসপোর্ট। আমরা স্বাধীন রাষ্ট্র, তবে সেটি কেবল নামে। বাস্তবে আমরা রাশিয়ার একটি উপনিবেশ হিসেবে বসবাস করছি।’

তানিয়া আরও বলেন, ‘জাতিগতভাবে আমরা বেলারুশিয়ান। আমাদের নিজস্ব ভাষা রয়েছে; কিন্তু এখনো স্কুল-কলেজে আমাদের ভাষা সেভাবে শেখানো হয় না। স্বাধীনভাবে আমাদের ভাষা চর্চা করতে পারি না। আমাদের দেশে রুশ ভাষার প্রভাব অনেক বেশি। আমাদের নিজস্ব সংস্কৃতিকে রাশিয়া অনেকটা ধ্বংস করে দিয়েছে। লুকাশেঙ্কো এতো কিছু দেখার পরও কিছু বলেন না। কেননা, রাশিয়ার সমর্থন ছাড়া তিনি কখনোই এ পর্যায়ে আসতে পারতেন না।’

অনেক বিশ্লেষক মনে করেন, পূর্ব ইউরোপের দেশগুলোতে নতুন করে যেভাবে রাশিয়া আবার আধিপত্য বিস্তার করতে শুরু করেছে, সেটি সম্ভব হতো না যদি না ভ্লাদিমির পুতিন একজন লুকাশেঙ্কোকে কাছে না পেতেন। এ কারণে পুতিন প্রশাসনের সবচেয়ে বিশ্বস্ত মানুষ হিসেবে বিবেচনা করা হয় লুকাশেঙ্কোকে।

বিশেষজ্ঞরা বলছেন, এত উন্নয়নের জাঁকজমকের মাঝে বেলারুশিয়ানরা হারিয়েছেন তাদের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, এমনকি ভোটের অধিকার। ক্ষমতা কুক্ষিগত করতে অন্য স্বৈরশাসকদের মতো তিনিও বেলারুশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছেন বলে অভিযোগ বিশ্লেষকদের। নির্বাচনী ব্যবস্থা, সেনাবাহিনী থেকে শুরু করে গণমাধ্যম–রাষ্ট্রের যাবতীয় প্রতিষ্ঠান তার অধীন। রাষ্ট্রীয় বাহিনীকে তিনি নিজস্ব পাহারাদারে পরিণত করেছেন। দেশটিতে কে কি করবে, না করবে প্রায় সবকিছুই এখন লুকাশেঙ্কো নির্ধারণ করে দেন। সেই সঙ্গে রয়েছে ভয়াবহ দুর্নীতি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে বিরোধী নেতা ভিক্টর বাবারিকাকে এক আদালত ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে এই ব্যাংকারকে গ্রেপ্তার করা হয়।

ওয়াশিংটনভিত্তিক সাংবাদিক নাতালিয়া আন্তোনোভা ফরেন পলিসি ম্যাগাজিনে প্রকাশিত ‘লুকাশেঙ্কোর কোনো সীমা নেই’ শীর্ষক এক কলামে লিখেছেন, যদি কেউ তার অপশাসনের বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে তাকে নির্মম পরিণতি ভোগ করতে হয়। নির্যাতন, গ্রেপ্তার, ধর্ষণ, খুন, গুম–এসবই লুকাশেঙ্কো সরকার আন্দোলনকারীদের ক্ষেত্রে প্রয়োগ করেছে। আর লুকাশেঙ্কো এখন সব নিয়ন্ত্রণের বাইরে।


এসএ/

Header Ad
Header Ad

জশ ইংলিসের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

জশ ইংলিসের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে ৩৫২ রানের বিশাল লক্ষ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া যখন মাঠে নামে, তখন তাদের সামনে ছিল এক কঠিন সংগ্রাম। তবে, চোট-ঝুঁকির মধ্যেও অস্ট্রেলিয়ার ব্যাটিং শক্তি যেন এক নতুন রূপে দেখা দিলো। শুরুতে ইংল্যান্ডের বল হাতে জোফরা আর্চার এবং মার্ক উডের আক্রমণে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি কিছুটা দুর্বল হলেও, সময়ের সঙ্গে সঙ্গে তারা শক্ত অবস্থানে ফিরে আসে।

জশ ইংলিস এই ম্যাচে ঝড় তোলেন এবং ইতিহাস গড়েন। তার ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ম্যাচে জয়ের বন্দরে পৌঁছায়, যদিও ইংল্যান্ডের সামনে ছিল এক বিশাল সংগ্রাম।

প্রথমে ট্র্যাভিস হেড (৬) এবং স্টিভ স্মিথ (৫) দ্রুত আউট হয়ে গেলেও, ম্যাথু শর্ট এবং মার্নাস লাবুশেন এর জুটি অস্ট্রেলিয়াকে সামলে রাখে। দুজন মিলে ৯৫ রান যোগ করে, যেখানে লাবুশেন ৪৫ বলে ৪৭ রান করেন এবং শর্ট ৬৬ বলে ৬৩ রান করেন।

১৩৬ রানে চার উইকেট পড়ে অস্ট্রেলিয়া কিছুটা চাপে পড়লেও, অ্যালেক্স ক্যারি এবং জশ ইংলিসের দারুণ পার্টনারশিপ তাদেরকে আবার পথ দেখায়। ৩৮তম ওভারে রশিদের বলে ক্যারি আর্চারের হাত ফসকে জীবন পেয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তবে ক্যারি আউট হলে ইংলিস একাই কাঁধে তুলে নেন দলের জয়ের আশা।

৪৫তম ওভারের তৃতীয় বলে আর্চারকে ছক্কা মেরে প্রথম সেঞ্চুরি করেন ইংলিস, এবং পরবর্তীতে গ্লেন ম্যাক্সওয়েলও দ্রুত বাউন্ডারি হাঁকিয়ে রানের সংখ্যা বাড়িয়ে দেন। ৪৭.৩ ওভারে ইংলিস ম্যাচের শেষ ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন। ৮৬ বলে ৮ চার ও ৬ ছয়ে ১২০ রানে অপরাজিত ছিলেন তিনি, যার ফলে অস্ট্রেলিয়া ৩৫২ রানের লক্ষ্য তাড়িয়ে জয়ী হয়।

অস্ট্রেলিয়া ম্যাচে ফিল্ডিং শুরু করেছিল এবং ইংল্যান্ডের প্রথম দুই ব্যাটসম্যান—ফিল সল্ট (১০) ও জেমি স্মিথ (১৫)—কে আউট করে তারা দারুণ শুরু করে। তবে বেন ডাকেট এবং জো রুট দলের ভিত শক্ত করে ফেলে, যেখানে ডাকেট ৯৫ বলে ১১ চার ও ১ ছয়ে শতক পূর্ণ করেন। রুট ৬৮ রান করে আউট হন।

ডাকেটের অনবদ্য সেঞ্চুরির পর ইংল্যান্ডের রান বেড়ে গিয়ে ৩৫২ রানের কাছাকাছি পৌঁছায়। ১৩৪ বলে ১৫০ রান করে ডাকেট শেষ পর্যন্ত আউট হলেও, তার ইনিংসটি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচের সর্বোচ্চ রান।

শেষ দিকে জোফরা আর্চার ১০ বলে ২১ রান করে ইংল্যান্ডের স্কোরে বড় কিছু যোগ করেন, এবং দল ৩৫৪ রানে পৌঁছে যায়। অস্ট্রেলিয়ার পক্ষে ডারশুইস সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

Header Ad
Header Ad

১৫ বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে: উপদেষ্টা ফারুক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি: সংগৃহীত

গত ১৫ বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, গত ১৫ বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। এই প্রক্রিয়ায় কখনো কখনো খোদ মুক্তিযোদ্ধা কমান্ডাররাই জড়িত ছিলেন।

এ অবস্থায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান বাঁচাতে সরকার যাচাই-বাছাই শুরু করেছে জানিয়ে তিনি বলেন, সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন রেখে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করছে।

অনুষ্ঠানে বক্তারা জেনারেল ওসমানীর বীরত্বগাঁথা পাঠ্যপুস্তকে বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করার দাবি তোলেন। এ সময় ওসমানী স্মৃতি পরিষদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তার স্মৃতি রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কয়েক দফা দাবি তুলে ধরেন।

Header Ad
Header Ad

দিনাজপুরের বিরামপুরে ৮ জুয়াড়ি গ্রেফতার

গ্রেফতারকৃত ৮ জুয়াড়ি। ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  শনিবার তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন, বিরামপুর পৌরশহরের ৮নং ওয়ার্ডের জোয়াল কামড়া গ্রামের মৃত হামিদের ছেলে লিটন (৪০),আমিনুর রহমানের ছেলে জাকির হোসেন (৩০), দেলোয়ার হোসেনের ছেলে তবারক হোসেন (৩৩), মৃত মজিদ মন্ডলের ছেলে আশরাফুল (৩২), আব্দুল আজিজের ছেলে জাহিদুল (২৪), মৃত আব্দুল সামাদের ছেলে ফারুক হোসেন (৪২), মজনুর ছেলে মিজানুর রহমান (৪৬), শামসুল হকের ছেলে রাজু (২৪)।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশের ১টি টহলদল বিরামপুর পৌরশহরের জোয়াল কামড়া গ্রামে জুয়ার বোর্ডে অভিযান চালান। এসময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেন। এঘটনায় ১৮৬৭সালের আইনের ৩/৪ ধারায় থানায় মামলা হয়েছে। মামলা নং-১৭, তাং ২২/০২/২০২৫ইং।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জশ ইংলিসের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
১৫ বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে: উপদেষ্টা ফারুক
দিনাজপুরের বিরামপুরে ৮ জুয়াড়ি গ্রেফতার
চীনে নতুন করোনা ভাইরাসের আবির্ভাব, আবারও মহামারির শঙ্কা
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক বেলায়েত
শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে: মঈন খান
জামায়াত দাবি করে ২১ শে ফেব্রুয়ারির সমস্ত কৃতিত্ব তাদের: রনি
যুবদল নেতাকে কুপিয়ে জখম, মোটরসাইকেল পুড়িয়ে আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ
দীঘি নয়, ‘টগর’ সিনেমায় নায়িকা হচ্ছেন পূজা চেরী
নারী গোয়েন্দার প্রেমের ফাঁদে পড়ে ভারতের গোপন তথ্য ফাঁস (ভিডিও)
নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি নিহতদের পরিবারের
চলন্ত বাসে ডাকাতি-যৌন নিপীড়ন: মির্জাপুর থানার এএসআই বরখাস্ত
ছাত্রদের নতুন দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা
চলন্ত বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি: পুলিশ সুপার
ময়মনসিংহে দেড় শতাধিক বিড়ালের মিলনমেলা
বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল
১৩ দিনের চীন সফরে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির
২৯ মিলিয়ন ডলারের সহায়তা পেয়েছে ২ সদস্যের একটি অপরিচিত বাংলাদেশি ফার্ম: ট্রাম্প
ভয়াবহ সন্ত্রাসী হামলা: প্রাণে বাঁচলেন দিতি কন্যা লামিয়া