বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে রকেট হামলা চালানো হয়েছে। ইরাকি নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রিন জোনকে লক্ষ্য করে দুটি রকেট হামলা চালানো হয়েছে, যার একটি যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিস্ফোরিত হয়েছে।
ইরাকি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, বাগদাদের গ্রিন জোন লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে। একটি রকেট আকাশে থাকা অবস্থাতেই প্রতিরোধ ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয় এবং দ্বিতীয়টি গ্রিন জোনে এসে পড়ে, যার আঘাতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আকাশে ধ্বংস করে দেওয়া রকেটের ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে এসে পড়ে। আর দ্বিতীয় রকেটটি দূতাবাসের ৫০০ মিটার দূরে আঘাত হানে।
এদিকে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, আগামী কয়েক সপ্তাহে ইরাক এবং সিরিয়ায় অবস্থিত মার্কিন বাহিনীর ওপর ইরানের সমর্থন পুষ্ট জঙ্গিদের হামলা বাড়তে পারে। ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া কমান্ডার মাহাদি আল-মুহান্দিসের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণে হামলার আশঙ্কা করছেন তিনি। ২০২০ সালের ২ জানুয়রি মার্কিন ড্রোন হামলায় নিহত হন তারা।
কেএফ/