'রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে'
ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে 'চরম অর্থনৈতিক পরিণতি' ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য মোতায়েন একটি 'কৌশলগত ভুল' উল্লেখ করে লিজ ট্রাস বলেন, চলতি সপ্তাহের শেষে লিভারপুলে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক হতে চলেছে। জি-৭ ভুক্ত দেশগুলো রাশিয়া-ইউক্রেন ইস্যুতে তাদের অবস্থান পরিস্কার করে একাত্মতা প্রকাশ করবে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়াকে এপদক্ষেপ নেয়া থেকে বিরত করবে বলেও মতব্যাক্ত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে ইউক্রেন সীমান্তে সৈন্য মোতায়ের নিয়ে চরম উত্তেজনা বিরাজ করলেও ইউক্রেন কোনো প্রকার হামলার পরিকল্পনা করছে না বলে জানিয়েছে রাশিয়া।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়া-ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সতর্ক করে। লিজ ট্রাস সেই সতর্কবার্তা আবারও উল্লেখ করে বলেন, জি-৭ রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে পরিস্কার কঠোর অবস্থান নিতে চলেছে। আর রাশিয়া যদি সত্যিই আক্রমণ চালায় তবে তাকে বহমুখী পরিনতি ভোগ করতে হবে। আর এ সপ্তাহান্তেই আমরা মিত্র দেশগুলো এ বিষয়ে এক হতে চলেছি।
জি-৭ বৈঠকের আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে লন্ডনে আলোচনায় বসবেন। ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে চায় কিনা, সে বিষয়ে কুলেবার সঙ্গে কথা বলেন লিজ ট্রাস।
কেএফ/