গণভবনের মতো আসাদের বিলাসবহুল বাসভবনেও জনতার লুটপাট
ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার আন্দোলনের চাপে পদত্যাগ করে গত ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় বিক্ষুব্ধ জনতা ঢাকার গণভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান। একই রকম পরিস্থিতি দেখা গেছে সিরিয়ায়, যেখানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দুই দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটেছে।
রবিবার বিদ্রোহীদের দখলে সিরিয়ার রাজধানী দামেস্ক চলে যাওয়ার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন ধ্বংস হয়। দেশজুড়ে লাখ লাখ সিরীয় নাগরিক উল্লাসে মেতে ওঠেন। তাদের একটি অংশ দামেস্কে অবস্থিত আসাদের বিলাসবহুল বাসভবনে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়।
ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি জানান, আসাদের প্রাসাদের কক্ষগুলো প্রায় খালি হয়ে গেলেও কিছু আসবাব মেঝেতে পড়ে ছিল। বিদ্রোহীরা তার এবং তার বাবা হাফিজ আল-আসাদের প্রতিকৃতি ভেঙে ফেলে। প্রাসাদের ভেতরে ও বিশাল বাগানে নারী, শিশু এবং পুরুষদের ঘুরতে দেখা গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তার পতনের পর সিরিয়ার নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে।
এ ঘটনাগুলো সিরিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। স্বৈরশাসনের অবসানের পর দেশটির জনগণ নতুন ভবিষ্যতের প্রত্যাশায় এগিয়ে যাচ্ছেন।