গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, আহতের সংখ্যা ৯৯ হাজার ছাড়াল

ছবি: সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এই বর্বর হামলায় আরও ৬১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৩৪৪ জনে। শুধু গতকালই নিহত হয়েছেন অন্তত ৬১ জন। নিহতদের মধ্যে আবু তামিয়া নামের একজনের পরিবারের ১০ সদস্যও রয়েছে।
আহতদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে, যা বর্তমানে ৯৯ হাজার ১৩ জনে পৌঁছেছে। ইসরায়েলের আক্রমণ শুরু হয় গত বছরের অক্টোবর থেকে, এবং সেই থেকে গাজাবাসীর ওপর হামলার তীব্রতা বেড়েই চলেছে।
গাজার বর্তমান পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে, যেখানে প্রতিনিয়ত সাধারণ নাগরিকরা ইসরায়েলের হামলায় হতাহত হচ্ছেন।
