হামাসের হাতে আটক ১৩৬ জিম্মির মধ্যে ৩২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
হামাসের হাতে আটক ১৩৬ ইসরায়েলি জিম্মির মধ্যে ৩২ জিম্মির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চার কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, গাজায় তাদের ১৩২ জন জিম্মি রয়েছে। যার মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের সদস্যরা। ওই সময় ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫৩ জনকে ধরে গাজায় নিয়ে যায় তারা।
৭ অক্টোবরের হামলার আগে থেকেই হামাসের কাছে চার ইসরায়েলি জিম্মি ছিল। যার মধ্যে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য ওরোন সাউল এবং হাদার গোল্ডিনের মরদেহ। ২০১৪ সালে তারা নিহত হন। এরপর হামাস তাদের মরদেহ জিম্মি করে। এছাড়া ২০১৪ সালে ও ২০১৫ সালে স্বেচ্ছায় গাজায় যাওয়া আভেরা মেনগেসিটো এবং হিসাম আল-সায়েদকেও আটক করেন হামাসের সদস্যরা। ধারণা করা হয়, তারা এখনো বেঁচে আছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে যে ৩২ জনের মৃত্যুর কথা বলা হয়েছে— তার মধ্যে ২০১৪ সালে নিহত হওয়া ওই দুই সেনাও রয়েছেন কি না সে বিষয়টি স্পষ্ট নয়।
প্রভাবশালী মার্কিন এ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা অসমর্থিত সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন গাজায় আরও ২০ জিম্মির মৃত্যু হয়েছে। এখন তারা এটির সত্যতা যাচাইয়ের কাজ করছেন।
তবে ইসরায়েলি সেনাবাহিনীর সূত্রগুলো দাবি করেছে, যে ৩২ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, তাদের বেশিরভাগই ৭ অক্টোবর নিহত হয়েছেন। নিহত ৩২ জনের পরিবারের সদস্যদের এ ব্যাপারে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
সূত্র: নিউইয়র্ক টাইমস