পরিবারের ৪২ সদস্যসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত
ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আবু হাসিরা ছবি: সংগৃহীত
অবরুদ্ধ গাজা নগরীতে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আবু হাসিরা ও তার পরিবারের ৪২ সদস্য নিহত হয়েছেন। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফায় কর্মরত ছিলেন ওই সাংবাদিক। মঙ্গলবার ওয়াফার পক্ষ থেকে আবু হাসিরা ও তার পরিবারের ৪২ সদস্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে জেলেদের বন্দরের কাছে অবস্থিত হাসিরার বাড়ি লক্ষ্য করে ইসরায়েল বোমা হামলা চালায়।
এতে হাসিরা ও তার পরিবারের ৪২ সদস্য নিহত হয়, যার মধ্যে হাসিরার ছেলে ও ভাইও রয়েছে। গাজা উপত্যকায় হামাস পরিচালিত গণমাধ্যম জানিয়েছে, রবি ও সোমবারের মধ্যবর্তী রাতে চালানো বোমা হামলায় আবু হাসিরা নিহত হয়েছেন। তবে তার মৃতদেহ মঙ্গলবার ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া যায়।
এর আগে সরকারি ফিলিস্তিনি টিভি স্টেশন বৃহস্পতিবার জানায়, গাজা উপত্যকায় তাদের একজন সংবাদদাতা দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) সোমবার বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৩৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী (৩২ ফিলিস্তিনি, চার ইসরায়েলি, এক লেবানিজ) নিহত হয়েছেন।
গাজা উপত্যকায় শাসনকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলা করলে যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, হামাসের হামলায় এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। সেই সঙ্গে ২৪০ জনেরও বেশি মানুষকে হামাস জিম্মি করে নিয়ে গেছে।
জবাবে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে এবং গাজায় নিরলস হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত ১০ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। সূত্র : এএফপি