এবার আমিরাতে উড়োজাহাজ বিধ্বস্ত
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ উপকূলে একটি হালকা উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ভারতীয় এবং অন্যজন পাকিস্তানি বলে জানা গেছে।
আমিরাতের বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানায়, জাজিরা এভিয়েশন ক্লাব পরিচালিত এই হালকা উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই সৈকত বরাবর কোভ রোটানা হোটেলের কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ এখনো জানা না গেলেও তদন্ত শুরু হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, ফিক্সড উইং গ্লাইডারটি রেডিও যোগাযোগ হারিয়ে ফেলে এবং জরুরি অবতরণের চেষ্টা করে। তবে দ্রুত উদ্ধারকাজ পরিচালিত হলেও দুজনকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে, একই দিনে দক্ষিণ কোরিয়ায় একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিধ্বস্ত হলে ১৮১ আরোহীর মধ্যে মাত্র দুজন বেঁচে যান। বাকি ১৭৯ জন নিহত হন।
দুই দেশেই একদিনে এই ধরনের ভয়াবহ বিমান দুর্ঘটনা বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলেছে। তদন্ত চলমান থাকায় দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।