পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে প্রস্তুত উত্তর কোরিয়া: কিম
উত্তর কোরিয়া পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের জন্য প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং-উন।
কোরীয় যুদ্ধের অস্ত্রবিরতির ৬৯তম বার্ষিকী অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে কিম বলেন, তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ‘যেকোনো সামরিক হামলা মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত’।
বৃহস্পতিবার (২৮ জুলাই) কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
উত্তর কোরিয়া সপ্তম পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পশ্চিমাদের এমন উদ্বেগের মধ্যেই এ মন্তব্য করলেন কিম জং-উন।
পিয়ংইয়ং যেকোনো সময় এ ধরনের পরীক্ষা চালাতে পারে বলে গত মাসে সতর্ক করে যুক্তরাষ্ট্র।
সিউল ও ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন, পিয়ংইয়ং ২০১৭ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর প্রথম এই ধরনের ভাষণ দিল কিম।
২০১৯ সালে উত্তর কোরিয়া রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় বলে বলে জানিয়েছে মার্কিন বিশেষ প্রতিনিধি সুং কিম।
১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কোরিয়ান যুদ্ধ চলে। পরে তা যুদ্ধবিরতিতে শেষ হয়। উত্তর কোরিয়া এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় বলে দাবি করে।
এবারের বার্ষিক ‘বিজয় দিবসে’ সামরিক কুচকাওয়াজ, আতশবাজি এবং নৃত্য অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে কিম বলেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক হুমকির মোকাবিলার জন্য উত্তর কোরিয়াকে আত্মরক্ষায় আরও শক্তিশালী হতে হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার নিয়মিত সামরিক মহড়াকে উসকানি হিসেবে ভুলভাবে উপস্থাপন করেছে।
তিনি বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ওয়াশিংটন দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিপজ্জনকভাবে শত্রুতামূলক কাজ চালিয়ে যাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতিতে উদ্দেশ করে তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক-ইওলের সরকার এবং সামরিক বাহিনী ‘নিশ্চিহ্ন’ হয়ে যাবে যদি তিনি আগাম হামলা চালান।
আরএ/