নথি ছাড়াই টিকা পাবে ১২ থেকে ১৭ বছর বয়সীরা: স্বাস্থ্যমন্ত্রী

কোনো ধরনের নথি ছাড়াই এখন থেকে করোনাভাইরাসের টিকা নিতে পারবে দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুরা। টিকা নিতে তাদের দেখাতে হবে না জন্মনিবন্ধন বা অন্য কোনো নথি।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে রাজধানীর চারটি হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবার অধিকতর সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, শিশুরা টিকাকেন্দ্রে গেলে প্রয়োজনীয় কিছু তথ্য নিয়ে সেখানে তাদের টিকা দেওয়া হবে। বাড়তি কোনো কাগজ নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না।
স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২০টি ডায়ালাইসিস শয্যার উদ্বোধন করেন।
এ ছাড়াও, সোহরাওয়ার্দী হাসপাতালে প্রতি মিনিটে ৫৩২ লিটার গ্যাসীয় মেডিক্যাল-অক্সিজেন উৎপাদনে সক্ষম একটি অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে ইতোমধ্যে আমরা ১৭ কোটির বেশি টিকা দেওয়া সম্পন্ন করেছি। লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ টিকা আমরা দিয়েছি এবং এখনো আমাদের ১০ কোটি টিকা মজুদ রয়েছে।
তিনি বলেন, যারা বিভিন্ন কারণে এখনো টিকা গ্রহণ করেননি, সবাই দ্রুত টিকা নিন। করোনায় মারা যাওয়াদের প্রায় ৮৫ শতাংশ টিকা নেননি। টিকা গ্রহণকারীদের মৃত্যু ও সংক্রমণের সংখ্যাও কম। সুতরাং নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য দ্রুত টিকা নিন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরএ/
