করোনায় একদিনে আরও ৪৩ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৮ হাজার ৩৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৭০ জনে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক শূন্য ৩ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৮০০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন।
মৃত ৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ১১ জন, খুলনায় ১৩ জন, রাজশাহীতে ২ জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে ২ জন রয়েছেন। মৃতদের ২৭ জনের বয়স ৬০ বছরের উর্ধ্বে, ১২ জনের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং ১০ বছরের নিচের এক শিশু রয়েছে।
২৪ ঘণ্টায় মৃত পুরুষ ২৬ জন এবং নারী ১৭ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৩০৪ জন এবং নারী ১০ হাজার ৩৬৬ জন।
গত ১০ আগস্ট দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ ২৬৪ জন এবং ২৮ জুলাই শনাক্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৫৬টি আরটি-পিসিআর, ৫৭টি জিন-এক্সপার্ট এবং ৬৫৮টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ৮৭১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১ হাজার ৮৭৯টি। নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ৬৯৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ২৮ লাখ ১২ হাজার ৫৭৮টি।
আরএ/এএস