বিএসএমএমইউতে সচেতন শিক্ষক-ছাত্র-কর্মচারী ঐক্য কমিটি গঠন
সচেতন শিক্ষক-ছাত্র-কর্মচারী ঐক্য কমিটির সভাপতি ডা. এএসএম নওরোজ (বামে) এবং সাধারণ সম্পাদক ডা. লোহানী তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বৈষম্য ও অনিয়ম নিরসনের লক্ষ্যে সচেতন শিক্ষক-ছাত্র-কর্মচারী ঐক্য কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ডা. এএসএম নওরোজকে সভাপতি ও ডা. লোহানী তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) এই কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও এই কমিটিতে সিনিয়র সহ সভাপতি ডা. মোফাখখারুল ইসলাম রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ ডা. দীনে মুজাহিদ মো. ফারুক ওসমানী ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ডা. তৌহিদুর রহমান আউয়াল দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএসএমএমইউতে কর্মরত ব্যক্তিরা বিভিন্ন পর্যায়ে যে বৈষম্য ও অনিয়মের শিকার হয়েছেন; তা নিরসনে এই কমিটি গঠন করা হয়েছে। তারা সকল যৌক্তিক দাবি-দাওয়া উপাচার্যের কাছে তুলে ধরবেন। সেই সঙ্গে সকল অধিকার আদায়ের লক্ষ্যে সচেষ্ট ভূমিকা পালন করবেন।