বিশ্ব ক্যানসার দিবস আজ
বিশ্ব ক্যানসার দিবস আজ। প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এই দিনটি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কন্ট্রোল নামক একটি বেসরকারি সংস্থার নেতৃত্বে উদযাপন করা হয়। এটি আগে ক্যানসারের বিরুদ্ধে আন্তর্জাতিক ইউনিয়ন নামে পরিচিত ছিল। এই সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত। ১৭০টিরও বেশি দেশে সংস্থাটির প্রায় দুই হাজার সদস্য রয়েছে।
দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো মারাত্মক ও প্রাণঘাতী এই কর্কট রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং আক্রান্তদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা।
ক্যানসার এমন একটি রোগ যার সময়মতো চিকিৎসা প্রয়োজন। প্রতিবছর বাংলাদেশসহ সারা বিশ্বে বিপুল সংখ্যক মানুষ এই মারাত্মক রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, দুনিয়াজুড়ে প্রতিবছর ৮২ লাখ মানুষ ক্যানসারে মৃত্যুবরণ করে।
কেএফ/