ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়লো ৩৩ শতাংশ
ফাইল ছবি
অবশেষে এমবিবিএস পড়ুয়া ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। চলতি এপ্রিল মাস থেকেই তা কার্যকর হবে। অর্থাৎ চলতি মাস থেকেই ২০ হাজার টাকা করে ভাতা পাবেন ইন্টার্ন চিকিৎসকরা।
সোমবার (৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বাজেট-১ শাখার সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার করা হয়েছে। ১ এপ্রিল থেকেই তা কার্যকর হবে।
ভাতা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। সর্বশেষ স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের ভাতা বাড়ানোর আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা।