এক বছরে ৫ লাখ মানুষকে করোনার টিকা দিয়েছে ঢামেক
বাংলাদেশে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত এক বছরে ৫ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। এছাড়া এক বছরে করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে মারা গেছেন ৮হাজার ৯৪১ জন।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢামেক হাসপাতালের সভা কক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিয় সভায় এমন তথ্য জানান পরিচালক।
তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ অতি মহামারিতে ডেডিকেটেড কোভিড হাসপাতাল হিসেবে ঢামেক হাসপাতাল অত্যন্ত দক্ষতার সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২১ সালের ২৮ জানুয়ারি থেকে ২০২২ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত ৫ লাখের বেশি টিকা দেওয়া হয়েছে। এছাড়া সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন গড়ে পাঁচ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ করোনাকালীন আমাদের ডাক্তার, নার্স ও কর্মচারীরা জীবন বাজি রেখে রোগীদের সেবা দিয়েছেন। সেবা দিতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেছেন। চিকিৎসা সেবার পরিসংখ্যান উল্লেখ করে ঢামেক পরিচালক আরও বলেন, ২০২১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জরুরি বিভাগে ২ লাখ ১৯ হাজার রোগীকে সেবা দেওয়া হয়েছে। বহির্বিভাগে ৭ লাখের অধিক রোগীকে সেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৭৬ হাজারের বেশি রোগীকে ভর্তি করানো হয়। মেজর অপারেশন করা হয়েছে প্রায় ১৯ হাজার , মাইনর অপারেশন, ২৭ হাজারের অধিক, কোভিড রোগী ভর্তি হয়েছে ১৭ হাজারের বেশি এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল ১ হাজার ২০০ জনের বেশি।
এছাড়া এইচডিইউতে ছিলেন প্রায় ১ হাজার রোগী, সিটি স্ক্যান করা হয়েছে ৩৭ হাজারের বেশি, ইসিজি ২৪ হাজারের বেশি, এমআরআই করা হয়েছে প্রায় ৪ হাজার। বাইসার্জারি করা হয়েছে ২০ জনকে। প্যাথলজি টেস্ট করা হয়েছে প্রায় ১৮ লাখ।
এ সময় মতবিনিময়ের উপস্থিত ছিলেন ঢামেক অধ্যক্ষ প্রফেসর ডা. টিটো মিয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডা. দেবেষ চন্দ্র তালুকদার, ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. আশরাফুল আলম, মেডিসিন স্টোরের এসএলপিপি ডা. মশিউর রহমান, বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল বাশার শিকদার ও আনসারের প্লাটুন কমান্ডার মো. শাহ আলমসহ কর্মকর্তা ও কর্মচারীরা। পরিশেষে সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে সভার কার্যক্রম শেষ করেন।
এএইচ/কেএফ/