বুস্টার ডোজ পাবেন ৫০ ঊর্ধ্বরা: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসের বুস্টার ডোজ ৫০ ঊর্ধ্ব বয়সীদের দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।
অমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণকে উদ্বেগজনক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এভাবে বাড়তে থাকলে হাসপাতালে জায়গা থাকবে না।’
তিনি বলেন, 'আমরা ৫০ বছর বয়সীদের থেকে শুরু করে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য সরকারের অতিরিক্ত ৭০ লাখ ডোজ টিকা লাগবে, এটা কোনো সমস্যা না। আমাদের কাছে সাড়ে ৯ কোটি ডোজ টিকা আছে।'
তিনি আরও বলেন, 'আমরা মানুষকে মাস্ক পরতে বলি, তাদের এবং দেশের জন্যই বলি।'
অমিক্রন ৬৯ শতাংশে পৌঁছেছে এবং ঢাকার বাইরেও একই চিত্র জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'যদি এভাবেই বাড়তে থাকে তাহলে হাসপাতালের সক্ষমতা পূর্ণ হয়ে যেতে বেশি সময় লাগবে না। এটা উদ্বেগজনক।'
এনএইচবি/এসপি