সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

করোনাকালীন টিনএজারদের মানসিক স্বাস্থ্যের যত্ন

টিনেজার বলতে সাধারণত বয়:সন্ধিকালের সময়টাকে ধরা হয়ে থাকে। সাধারণত শিশুদের ১৩ থেকে ১৯ বছর বয়স সময়কালকে টিনএজ বলা হয়। এটা এমন একটা বয়সকাল যেখানে শিশুরা শারীরিক, মানসিক এবং নৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তাই এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেকে বুঝতে পারে না তাদের পরিবর্তনগুলোর সঙ্গে কিভাবে মানিয়ে নিতে হবে। তাই এই বয়সের বাচ্চারা নানা রকম মানসিক প্রতিকূলতার সম্মুখীন হয়ে থাকে।

এই সময়টাতে পরিবারের পাশাপাশি শিশুরা তার সমবয়সী বন্ধুবান্ধব এবং তারা যাদের পছন্দ করে থাকে এমন মানুষদের চিন্তা ও ব্যবহার দ্বারা প্রভাবিত হয়ে থাকে। যা শিশুদের শারীরিক, মানসিক ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিশুরা যদি এই সময়টাতে পরিবার ও বন্ধুদের কাছে ইতিবাচক ব্যবহারও গ্রহণযোগ্যতা পায় তখন তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়।

শিশু বিকাশের এই গুরুত্বপূর্ণ সময়টাতে করোনার মহামারী ও তাদের মানসিক ও শারীরিক বিভিন্ন সমস্যা তৈরিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। যেহেতু পুরো বিশ্বব্যাপী শিশু-বৃদ্ধ সকলের জীবনযাত্রায় করোনার মহামারীর কারণে নানা পরিবর্তন ঘটেছে।
আমরা লক্ষ্য করলে দেখতে পাই, শিশুরা অবসাদ, উৎকন্ঠা, মৃত্যু ভয়, মা-বাবাকে হারানোর ভয় এবং হসপিটালে একা থাকার ভয়ে ভুগছে, এই সবকিছু শিশুদের মানসিক বিকাশে খারাপ প্রভাব ফেলছে।
করোনার মহামারীর প্রতিরোধ করার জন্য অনাকাঙ্খিত লকডাউন সকলের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলেছে। দৈনন্দিন জীবনযাত্রা রুটিন পরিবর্তন করে দিয়েছে, যার সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে আমাদের শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের উপর । সামাজিক দুরত্ত বজায় রাখার জন্য বেশির ভাগ স্কুল বন্ধ দেয়া হয়েছে, বাসা থেকে অনলাইনে ক্লাস করা হচ্ছে। হঠাৎ শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক মেলামেশার এই পরিবর্তন শিশুদের মন মানসিকতার উপর বিরূপ প্রভাব ফেলেছে।

স্ট্রেসের কারনে শিশুদের মাঝে অবসাদ,উদ্বেগ,পানিক আটাক,পিটিএসডি, মুড এর সমস্যা, ঘুমের সমস্যাসহ নানা উপসর্গ দেখা যাচ্ছে।বেশিরভাগ শিশু-কিশোর তাদের বন্ধু হিসেবে ডিভাইস যেমন- মোবাইল, ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার কে বেছে নিয়েছে। যার ফলশ্রুতিতে অনলাইন গেম ও ইন্টারনেট ব্যবহারে অনেক সময় পার করায় তাদের মধ্যে ডিভাইসের প্রতি আসক্তি দেখা দিয়েছে। যার প্রভাব পড়ছে তাদের ব্যবহার, পারিবারিক ও সামাজিক সম্পর্কের উপর।
এছাড়া তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও হতাশা দেখা দিয়েছে। বর্তমান জীবনের প্রতি গ্রহণযোগ্যতা কমে যাওয়ায়, শিশু-কিশোরদের মাদক দ্রব্যের দিকে আগ্রহ তৈরি হচ্ছে।
আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। শিশু-কিশোরদের কোন পরিস্থিতি মানসিক অবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন– পরিবারে অর্থনৈতিক সমস্যা, লম্বা সময় বাসায় থাকার কারনে বাবা-মা এর বাসা থেকে কাজ করা, বাবা ও মায়ের সম্পর্কের দ্বন্দ্ব, তাদের চাকুরি হারানোর ভয়, ভবিষ্যৎ অনিশ্চয়তা ও হতাশা,পরিবারের সদস্যদের অসুস্থ হওয়া, নিজের অসুস্থ হওয়ার ভয়, বাবা- মায়ের সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করা ইত্যাদি ।
শিশু-কিশোরদের সুস্থ মানসিক বিকাশে কিভাবে সহযোগিতা করা যেতে পারে-
মা–বাবা/ অবিভাবকেরা নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিলে ভালভাবে তাদের শিশুদের যত্ন নিতে পারবেন। তারা শিশুদের সঙ্গে কোভিড-১৯ নিয়ে কথা বলবেন, এক সঙ্গে বসে টিভি দেখবেন; তাতে করে কোভিড-১৯ এবং কোয়ারেন্টাইন নিয়ে শিশুদের ভয় অনেক কমে যাবে। শিশুরা বাবা মা/অবিভাবকদের চোখে মুখে উৎকণ্ঠা দেখলে তারাও সেভাবে আচরন করবে।
বাবা-মা/ অবিভাবকগন তাদের বয়ঃসন্ধিকালের শিশুদের ভাল থাকার জন্য নিজেরা হু এর নির্দেশিকা অনুসরণ করতে পারেন -
১) সামাজিক দূরত্ব বজায় রাখা
২) ভাল হাইজিন বজায় রাখা- হাত ধোয়া,মাস্ক পরা
৩) টি ভি,সামাজিক মাধ্যমে বেশি সময় খবর না শোনা বা দেখা- কারন এতে স্ট্রেস অনেক বেড়ে যায়।
৪) নিয়মিত ব্যায়াম ,ইয়োগা, মেডিটেশন করা ,সুশম খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুমানো।
৫) অ্যালকোহল বা মাদক দ্রব্য গ্রহন না করা।

বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী টিনএজাররা তাদের মানসিক স্বাস্থ্যের যত্নের জন্য যা করতে পারে-
১) উদ্বিগ্ন হওয়াকে স্বাভাবিক ভাবে মেনে নেয়া। মহামারির সময়ে উদ্বিগ্ন হওয়া খুব স্বাভাবিক, এটার হাত থেকে নিজেদের প্রটেক্ট করতে আমরা কিছু বিষয় খেয়াল রাখব যেমন-হাত ধোয়া, ভিড় এড়িয়ে চলা এর মধ্য দিয়ে নিজেকে এবং অন্যকে সুস্থ রাখতে পারি।
গুজবে কান না দেয়া। ভয় পেলে বাবা-মা এর সাথে কথা বলা। কোভিড ১৯ শিশুদের জন্য মারাত্বক নয় চিকিৎসার মধ্য দিয়ে আমরা নিজেকে সুস্থ করতে পারি। এ বিষয়ের উপর খেয়াল রাখলে ও জানলে তা আমাদের উৎকণ্ঠা কমাতে সাহায্য করে।
২) অন্য কাজে মনোনিবেশ করা
যেমন– হোম ওয়ার্ক করা, মুভি দেখা বা গল্পের বই পড়া ইত্যাদি।
৩) বন্ধুদের সঙ্গে যোগাযোগের মাধ্যম যেমন- সোশ্যাল মিডিয়া ব্যবহার করা। অভিভাবকের মতামত নিয়ে সীমিত সময় ব্যবহার করা। কারন অতিরিক্ত স্ক্রিন টাইম অনেক ক্ষতির কারণ হতে পা্রে।
৪) নিজের প্রতি মনযোগ দেয়া। নতুন কিছু করা যেমন- নতুন কোন বই পড়া, নতুন কিছু শিখা।এই পরিবর্তিত সময়ে নতুন কিছু করে নিজের মানসিক সাস্থের যত্ন নেয়া যেতে পারে।
৫) নিজের অনুভুতিকে বোঝা।পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, শখ মেটানো, খেলাধুলা করতে না পারলে মন খারাপ হওয়া সাভাবিক, এটা মেনে নিলেই ভাল হয়। তখন বিভিন্নভাবে অনুভুতিকে প্রকাশ করা যায়। যেমন–আঁকা ,বন্ধুদের সঙ্গে কথা বলা ইত্যাদি। মনে রাখতে হবে সবকিছু মনের মত নাও হতে পারে, আমরা সুন্দর চিন্তার মধ্য দিয়ে তা মনের মত করে নিতে পারি।
৬) নিজের এবং অন্যের প্রতি সদয় হওয়া
করোনার ও অন্যান্য সময়ে লক্ষ্য করলে দেখা যায় কিছু টিনএজরা স্কূলে বুলিং এর শিকার হচ্ছে। এবিষয়টিতে তারা তাদের বন্ধুদের বা বড়দের সাহায্য নিতে পারে।পরিবারকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে।
আমাদের সবার সুন্দর মন আছে। সুন্দর মনের অনেক গুণাবলী আছে। সেই জায়গা থেকে আমরা অন্য কাউকে হয়রানি হতে দেখলে তাকে সাহায্য করতে পারি । আমাদের একটি সুন্দর ব্যবহার ও একটি সহানুভুতির কথা অন্য কারো জীবনে অনেক পরিবর্তন আনতে পারে।
এমন কোন কথা বলবো না যা দিয়ে অন্যের মনে আঘাত আনতে পারে। আমরা মনের কথাটি বুঝিয়ে বলতে পারি।
এছাড়া টিন এজ শিশুরা বাবা-মাকে ঘরের কাজে সাহায্য করতে পারে। আবার সামাজিক দুরত্ত বজায় রেখে বয়স্ক প্রতিবেশিদের সাহায্য করতে এগিয়ে যেতে পারে। কারন ভালো কাজ করার মধ্য দিয়ে নিজের মন ভাল রাখতে পারে।

লেখক: বয়স্ক ও শিশু মনরোগ বিশেষজ্ঞ

Header Ad
Header Ad

পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস

ছবি: সংগৃহীত

কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ভারত এখন পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে বিশ্বের এক ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দিল্লিতে কূটনৈতিকদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। তবে এসব আলোচনা মূলত অভিযানের যৌক্তিকতা তুলে ধরতেই হচ্ছে বলে জানানো হয়েছে।

কাশ্মির সীমান্তে দুই দেশের মধ্যে গুলিবিনিময় অব্যাহত রয়েছে। কাশ্মিরে ব্যাপক ধরপাকড় চলছে এবং শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারত পাকিস্তানের বিরুদ্ধে অতীতের সন্ত্রাসবাদে জড়িত থাকার ইতিহাস তুলে ধরলেও এবারকার হামলায় সরাসরি জড়িত থাকার প্রমাণ এখনো প্রকাশ করেনি। পাকিস্তান সরকার সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

বিশ্লেষকরা সতর্ক করেছেন, যেহেতু ভারত ও পাকিস্তান উভয়েই পরমাণু শক্তিধর দেশ, তাই সামরিক সংঘাত বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারে।

ইরান ও সৌদি আরব মধ্যস্থতার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের প্রতি সমর্থন জানালেও, দক্ষিণ এশিয়ার প্রতি তাদের মনোযোগ সীমিত বলেই মনে করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ২০১৯ সালের ঘটনার তুলনায় এবার প্রমাণের স্বচ্ছতা কম, আর “রেজিস্ট্যান্স ফ্রন্ট” নামে একটি অজ্ঞাত গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও ভারত এটিকে পাকিস্তানভিত্তিক সংগঠনের ছায়া গোষ্ঠী বলে মনে করছে।

ভারতীয় সরকারের ওপর অভ্যন্তরীণ চাপ রয়েছে এবং মোদি সরকার “বড় ধরনের কিছু” করার পরিকল্পনায় এগোচ্ছে বলেও ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, রাজধানীর প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরাতে শিগগিরই অভিযান চালানো হবে। শনিবার (২৬ এপ্রিল) মিরপুর পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এজাজ জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ইতোমধ্যে অবৈধ অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা প্রস্তুত করেছে। তালিকাভুক্ত স্থাপনাগুলোর বিরুদ্ধে শিগগিরই যৌথ অভিযান চালানো হবে।

এছাড়া, ডিএনসিসি প্রশাসক আবাসিক এলাকাগুলোতে অবৈধ অটোরিকশা ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধে বাড়ির মালিক সমিতিগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি জলাধার রক্ষার ওপর গুরুত্বারোপ করে নাগরিকদের জমি কেনার আগে মৌজা ম্যাপ যাচাই করার অনুরোধ জানান।

পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, সাতটি প্যাকেজে রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ শেষ হলে এলাকাটির জলাবদ্ধতা কমবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি বর্ষায় বড় গাছ লাগিয়ে এলাকা সবুজায়নের উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)

ছবি: সংগৃহীত

ঢাকার রেলওয়ে নিরাপত্তাবাহিনীর কমান্ড্যান্টের কাছে চাঁদা দাবী করার অভিযোগ উঠেছে দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে। চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকিও দেয়া হয়েছে।সম্প্রতি তাদের কথোপকথনের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে।

অভিযুক্তরা হলেন রেলপথ মন্ত্রনালয়ের ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান এবং রেজাউল করীম। 

ভাইরাল হওয়া ওই কল রেকর্ড থেকে জানা যায়, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহর কাছে ১০ লক্ষ টাকার বিনিময়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় ওই ২ সমন্বয়ক। তবে এটি করবে না যদি বর্তমানে ঢাকায় কর্মরত রেলওয়ে নিরাপত্তাবাহিনীর কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম তাদের দাবীকৃত টাকা তাদের বুঝিয়ে দেয়।

এ বিষয়ে কমান্ড্যান্ট শফিকুল ইসলামের সাথে এর আগেও বেশ কয়েকবার আলোচনা হয়েছিল ওই দুই সমন্বয়কের।

রেকর্ডে শোনা যায়- কমান্ড্যান্ট শফিকুল ইসলাম ছাত্র প্রতিনিধি মেহেদী হাসানকে বলছেন, ‘‘আমি তো ওইদিন আপনার সামনেই বললাম কোর্টের মধ্যে থেকে যে টাকাটা জমা হয় ওইটা তোলার জন্য। ওইটা না হলে দুই লাখ টাকা দিতে পারবো না, আমার কোন ইনকাম সোর্সও নাই। কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহর যেহেতু বলছে তার কাছ থেকে দশ লাখ টাকা নিয়া নেন। সে মাত্র গেছে।’’

ছাত্র প্রতিনিধি মেহেদী বলছে, না। ‘‘সমস্যা নেই আপনার সাথে যে কথা হয়েছে নির্জন (রেজাউল ইসলামের ডাক নাম) ভাইয়ের, ওইটা দিলেই হবে। তাহলে ওইটা হচ্ছে কবে? কালকে?’’

শফিকুল ইসলাম বলেন, ‘‘কোর্ট থেকে টাকাটা উঠানোর সাথে সাথে আমি দিয়ে দিবো। যদিও আমার কষ্ট হইতেছে। কারণ এর বাইরে তো আমার কাছে টাকা নেই।’’

এরপর মেহেদী ফোন ধরিয়ে দেয় আরেক ছাত্র সমন্বয়ক রেজাউলকে, ফোন দিয়ে বলে শফিক ভাই কথা বলবে। এরপর মেহেদী তার মুঠোফোনটি রেজাউলকে দিয়ে দেয়।

এ সময় শফিকুল ইসলাম রেজাউল করীমকে বলেন, ‘‘ভাই কালকে তো আপনার রেস্ট হাউজে গেলাম। গিয়ে বললাম না, আমি কি কালকে আসবো? কোর্টের বেঞ্চ সহকারী বললো আমি লিখে একাউন্টে পাঠাইছি। আমি জানাবো, জানালে আপনি আসবেন, আজকে এখনো জানায়নি কোর্টে যাওয়ার জন্য। জানাইলে আমি আসবো।’’

ছাত্র সমন্বয়ক রেজাউল বলছে- ‘‘এখন ভাই আপনি দেখেন , ওইটা আমার কাছে কিছু বইলেন না। কোন বিষয় কি করবেন। সেইটা আপনার বিষয়। আপনি যেমন বলেছেন সেইটাই করা হয়েছে। এখন কিভাবে কি করবেন সেটা আপনার বিষয় ?’’

এদিকে ফাঁস হওয়া কল রেকর্ড সম্পর্কে জানতে চাইলে কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম বলেন- হ্যাঁ, ওই কল রেকর্ডটি আমাদের। আমাকে কমলাপুর রেস্ট হাউজে ডেকে নিয়ে ৫ লক্ষ টাকা চেয়েছিলো ছাত্র প্রতিনিধি রেজাউল।

তিনি আরো বলেন, রেজাউল আমাকে বলেছিলো উপদেষ্টাকে আমরা যা বলি, উপদেষ্টা তাই শোনে। চট্রগ্রামে উপদেষ্টা যখন গিয়েছিলো তখন কমান্ড্যান্ট শহীদুল্লাহ শহীদ ঢাকায় আসার জন্য আমাদের কাছে ১০ লক্ষ টাকা অফার করেছে। আপনি ৫ লক্ষ টাকা দিলে আপনাকে ঢাকাতে রাখবো। না হয় শহীদুল্লাহকে নিয়ে আসবো।

তিনি আরো বলেন, ‘আমি এই ঘটনার স্বাক্ষী প্রমান রাখার জন্য প্রথমে রাজি হয়ে যাই, এক লক্ষ টাকা বলি এবং পরে দুই লক্ষ টাকা বলি। যোগাযোগ দীর্ঘায়িত করি তথ্য প্রমানের জন্য। আর এই রেকর্ডটি আমিই করি এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে দেই। আজ (মঙ্গলবার) ডিজি মহোদয়ের সাথে সাক্ষাত করে আইনগত ব্যবস্থা নিবো।’

এই ব্যাপারে জানতে অভিযুক্ত ছাত্র প্রতিনিধি মেহেদী ও রেজাউলের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

চাঁদা দাবির বিষয়ে ছাত্র প্রতিনিধি আশিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আমরা সকলেই একটি টিমে কাজ করি। আমি চাঁদা চেয়েছি এমন প্রমাণ কেউ দিতে পারবে না। আমি মেহেদী ও রেজাউলের সাথে জড়িত নই।

তবে কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম জানান- ‘আশিকুর রহমান, মেহেদী ও রেজাউলের যোগসাজসে এই চাঁদা দাবি করা হয়েছে।’

সংবাদ সূত্র: রেল নিউজ ২৪

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না মোদি
রেফারির কাছে ক্ষমা চাইলেন মাদ্রিদের ডিফেন্ডার আন্তনিও রুদিগার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দিলেন ছাত্রদল নেতা
দুর্নীতির অভিযোগ তুলে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি
নওগাঁয় গ্রাহকের আমানতের টাকা ফেরত না দেওয়ায় জাতীয় পার্টি’র নেতাকে গণধোলাই
পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির
এসআই নিয়োগের ফলাফল প্রকাশ, ৫৯৯ জনকে প্রাথমিক সুপারিশ