এক সপ্তাহে দেশে করোনায় মৃত্যুর হার বেড়েছে ৬১ শতাংশ
গেল এক সপ্তাহে দেশে করোনায় মৃত্যুর হার বেড়েছে ৬১ শতাংশ। একই সময়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৮০ জন। শতকরা হিসেবে যা দাঁড়ায় ২২২ শতাংশে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গেল বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। এরপর গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে। তবে, গেল সপ্তাহে দেশে করোনার সংক্রমনের পাশাপাশি বেড়েছে মৃত্যু হারও। প্রায় প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা।
এর আগে, শনিবারও দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যায় ৭ জন। এ সময় ভাইরাসটি শনাক্ত হয় আরও ৩ হাজার ৪৪৭ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়ায় ২৮ হাজার ১৩৬ জন। আর এই ভাইরাসে আক্রন্ত হয়ে এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জন।
সারা বিশ্বে করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে সংক্রমণ বেড়েই চলছে। প্রতিদিনই বিভিন্ন দেশে আগের যেকোন সময়ের সংক্রমণের রেকর্ড অতিক্রম ভেঙ্গে যাচ্ছে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন দেশে জারি করা হয়েছে বিধিনিষেধ।
এদিকে, বিশ্বে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৪ লাখের বেশি। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এপর্যন্ত বিশ্বজুড়ে শনাক্ত হয়েছে ৩২ কোটি ৫৮ লাখের কাছাকাছি। ভারত, রাশিয়া, ফ্রান্স তুরস্কে বেড়েছে দৈনিক সংক্রমণ।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় ২৪ লাখ ৫৬ হাজার ৮০৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩২ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৫৩২ জন ছাড়িয়েছে। এছাড়া একই সময়ে পাঁচ হাজার ৭৮৩ জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেছেন ৫৫ লাখ ৩৪ হাজার ৭৮৬ জন।
কেএফ/