টিকা নয়, সংক্রমণ ঠেকাতে পারে মাস্ক : স্বাস্থ্যমন্ত্রী
করোনা সংক্রমণ ঠেকাতে টিকা নয়, মাস্কই কার্যকরী বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘নিজেদের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখতে হলে সবাইকে মাস্ক পরতে হবে। টিকা সংক্রমণ ঠেকাতে পারে না, মাস্ক পারে।’
শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘প্রতিদিন ২-৩ শতাংশ রোগী শনাক্ত হচ্ছে। এটা অবশ্যই ভাবার বিষয়। যেভাবে সংক্রমণের হার বাড়ছে আমাদের দেশে, সেই পরিমাণ হাসপাতালের শয্যা নেই। এক্ষেত্রে হাসপাতালের রোগীদের জায়গা দেওয়া সম্ভব হবে না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা অর্থনীতির চাকা সচল রাখতে চাই, জীবন ব্যবস্থা গতিশীল রাখতে চাই। সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে সরকার ঘোষিত ১১ দফা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। না মানলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। স্বাস্থ্যবিধি মানলে আমাদের লকডাউনের পথে হাটতে হবে না।’
মানুষ এখন অনেকটা সচেতন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাস্তা-ঘাট, হাট-বাজারে এখন মানুষকে মাস্ক পরতে দেখা যায়। কিন্তু বাণিজ্য মেলার মতো যায়গায় স্বাস্থ্যবিধি মানতে মানুষ উদাসীন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ, পৌর মেয়র রমজান আলী, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল উপস্থিত ছিলেন।
এসএস/এসএন