ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫২৩
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আরও ৫২৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫৬ হাজার ১৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এসময় মারা গেছেন ২৪৭ জন।
রবিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ২৭৭ জন ও ঢাকার বাইরে ২৪৬ জন রোগী আছেন।
বর্তমানে সারা দেশে ১ হাজার ৯২৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১২৯ জন ও ঢাকার বাইরে ৮০০ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর আক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
আরইউ/এসজি