ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ২৬৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৬৬ জন আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৯৩ জন মারা গেছেন। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৫০ জন ও ঢাকার বাইরে রয়েছেন ১১৬ জন।
বর্তমানে সারা দেশে ৩ হাজার ২৫২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯২৩ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৩২৯ জন ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৬ হাজার ৭৫২ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩০ হাজার ৭৮২ জন ও ঢাকার বাইরে ১৫ হাজার ৯৭০ জন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বছর মারা যান ১০৫ জন।
আরইউ/এসজি
