তিন কারণে বাড়ছে অমিক্রন সংক্রমণ
বিশ্বব্যাপী বাড়ছে অমিক্রনের সংক্রমণ। করোনার এই ধরনটিকে প্রায় ঠেকিয়ে রাখাই যাচ্ছে না। সংক্রমণ বেশি হলেও মৃত্যুর হার কম। তবে অমিক্রনকে হালকাভাবে নেওয়া হলে তা হবে বড় বিপর্যয়ের কারণ, বলছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনা গবেষকদলের প্রধান মারিয়া ভ্যান কেরখোভে সংবাদমাধ্যমকে বলেন, লাগামছাড়া এই সংক্রমণ আটকাতে হলে, ঠিক কী কী কারণে সংক্রমণ এত বাড়ছে তা জানতে হবে। আর তা নিয়ন্ত্রণের মধ্য দিয়েই সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন এই গবেষক। মারিয়ার মতে, তিনটি কারণে সংক্রমণ এত দ্রুত বাড়ছে।
১. অনেকবার মিউটেশন হয়েছে করোনাভাইরাসের। নতুন রূপটি এখন সহজেই মানুষের শরীরের কোষের মধ্যে প্রবেশ করতে পারে। এবং সহজেই শরীরে ছড়িয়ে পড়তে পারে।
২. চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ‘Immune Escape’ বলা হয়, তা পেয়ে গেছে অমিক্রন। এর মানে হলো–এখন করোনার এই ধরনটি শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে সহজেই পাশ কাটিয়ে যেতে পারে। শরীরে অ্যান্টিবডি থাকলেও তাকে ফাঁকি দিতে পারে অমিক্রন।
৩. অমিক্রন মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। করোনার অন্য ধরনগুলো ফুসফুসে বেশি সংক্রমণ ঘটাত। ফলে একজনের থেকে অন্যজনে পৌঁছোতে যতটা সময় লাগত, অমিক্রনের ক্ষেত্রে লাগছে তার চেয়ে অনেক কম সময়।
এসএ/