শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

মেঝেতে চিকিৎসা, ডেঙ্গুর জীবাণু বেশি ছড়ানোর শঙ্কা

রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল-২ এর ১০ তলা ভবনে মেডিসিন রোগীর পাশাপাশি প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে। এতে করে সাধারণ রোগীরাও আতঙ্কের মধ্যে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে রোগী বেড়ে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেড সংকটে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে মেঝেতে! আর এ কারণে ডেঙ্গুর জীবাণু আরও বেশি ছড়াচ্ছে বলে অভিমত চিকিৎসকদের।

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বরাদ্দ বেড খালি না থাকলেও ওয়ার্ডের মেঝে ও বারান্দায় ভর্তি নিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের রক্ত পরীক্ষার জন্য ১০ জনের একটি টিম গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু রোগী ও তার স্বজনদের অভিযোগ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করালে সেই পরীক্ষার রিপোর্ট ভালমতো আসেনি বলে চিকিৎসকরা জানান। আবার তারা তাদের মনগড়া ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেন রক্ত পরীক্ষা করার জন্য। সেই পরীক্ষা ভালো হোক আর খারাপ হোক সেটাই ঠিক।

তবে নানা অভিযোগের মধ্যেও হাসপাতালে রক্ত পরীক্ষার সেই টিমের সদস্যদের সহযোগিতায় সন্তুষ্ট রোগী ও স্বজনরা। তাদের সহযোগিতায় রোগীরা দ্রুত পরীক্ষা ও রিপোর্ট হাতে পাচ্ছেন বলে জানান অনেকেই।

হাসপাতালের মেডিকেল-২ ভবনে গিয়ে দেখা যায়, ডেঙ্গু রোগীদের পাশাপাশি সাধারণ রোগীরাও চিকিৎসা নিচ্ছেন। তবে ওই ভবনে ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ উদ্দিন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে ৬০২ নম্বর ওয়ার্ডের দুটি কক্ষ আলাদা করা হয়েছে। সেখানে ডেঙ্গু রোগীদের আলাদা রাখা হয়েছে। কক্ষ দুটিতে রোগীরা মশারি টানিয়ে চিকিৎসা নিচ্ছেন। আর বিছানা সংকটের কারণে ডেঙ্গু আক্রান্ত অনেক রোগী মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আজ (রবিবার) পর্যন্ত ১৭২ জন ডেঙ্গু রোগী নতুন ভবনে চিকিৎসাধীন। হাসপাতালের পরিচালকের নির্দেশে ৬০২ নম্বর ওয়ার্ডের দুটি কক্ষ আলাদা করা হয়েছে। আগামীকাল সকালে অন্যান্য ওয়ার্ডেরও দুই-একটি কক্ষ আলাদা করা হবে ডেঙ্গু রোগীদের জন্য। ১০ তলা ভবনের ৯ তলায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়। তাদের আলাদাভাবেই রাখা হয়।

এ ছাড়া ৬ তলা থেকে ৮ তলা পর্যন্ত মেডিসিন রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগী ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

হাসপাতালের দ্বিতীয় তলায় প্যাথলজি বিভাগের প্রধান ডা. আব্দুল আজিজ জানান, প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিনশোর মতো ডেঙ্গু পরীক্ষার স্যাম্পল সংগ্রহ করে থাকি। ভর্তি রোগীর পাশাপাশি হাসপাতালের বহির্বিভাগ থেকেও রোগী আসে। এই পরীক্ষার মধ্যে আনুমানিক ১০ শতাংশ রোগী ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ আসে। এসব পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগে আক্রান্তের এমন সংখ্যা একবার করোনার আগে দেখা দিয়েছিল। সেটা এখন আবার দেখা দিচ্ছে!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে প্রতিদিনই ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। তাদের চিকিৎসা চলছে এবং রোগীর সংখ্যা এখন আগের তুলনায় বেশি। ডেঙ্গু রোগীদের আলাদা রুমে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে আলাদা করার কাজ শুরু হয়েছে। কিন্তু বিছানা কিছুটা সংকট থাকায় অনেকসময় রোগীদের মেঝেতে থাকতে হয়। ডেঙ্গু রোগী শনাক্তে সেখানে সাইনবোর্ড লাগানো হয়েছে।

তিনি জানান, হাসপাতালের প্যাথলজিতে ডেঙ্গুর রোগীর সবরকম রক্তের পরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের রক্তের পরীক্ষায় সহযোগিতা করার জন্য দৈনিক মজুরিতে নিয়োগপ্রাপ্ত নিয়ে ১০ জনের একটি টিম ইতোমধ্যে তারা কাজ করছে। তারা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী হাসপাতালের প্যাথলজি ভবনে ডেঙ্গু রোগীরা দ্রুত যেন রক্তের পরীক্ষার রিপোর্ট পেতে পারে সেই ব্যবস্থা করছে। ডেঙ্গু রোগীদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারের বার্ন ইউনিটের আইসিইউ সেন্টার প্রস্তুত আছে বলেও হাসপাতালের পরিচালক জানান।

এসএন

Header Ad
Header Ad

বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলার

ছবি: সংগৃহীত

বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি তিন হাজার ডলারে পৌঁছেছে। আজ শুক্রবার (১৪ মার্চ) স্বর্ণের দাম ২ দশমিক ৯৪ শতাংশ বেড়ে এই রেকর্ড পরিমাণে পৌঁছায়। চলতি বছরে এ পর্যন্ত ১৩ বার বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি ও ইউরোপের ওপর নতুন শুল্ক হুমকির কারণে বিশ্ববাজারে এই অস্থিরতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওয়াইন, শ্যাম্পেনসহ অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর দুইশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন।

বৈশ্বিক বাণিজ্যে এই অনিশ্চয়তার আশঙ্কায় স্বর্ণের দাম বাড়তে থাকে। ট্রাম্পের এই পদক্ষেপ মূলত যুক্তরাষ্ট্রে উৎপাদিত হুইস্কির ওপর ইউরোপের শুল্কের প্রতিশোধ হিসেবে নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, যদি ইউরোপের শুল্ক অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ থেকে আমদানি করা সব ধরনের ওয়াইন, শ্যাম্পেনসহ অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর দুইশ শতাংশ শুল্ক আরোপ করবে।

এর আগে ট্রাম্প সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এর জবাবে ইউরোপীয় ইউনিয়নও যুক্তরাষ্ট্রের ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করছে বলে বুধবার (১২ মার্চ) জানায় ইউরোপীয় ইউনিয়নের কমিশন।

Header Ad
Header Ad

আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের একটি সমুদ্র আছে। ব্যবসার জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি বাংলাদেশের দীর্ঘ সমুদ্রতীরের কথা উল্লেখ করে বলেন, চট্টগ্রামের সমুদ্রতীরের যেকোনো স্থানে সমুদ্রবন্দর নির্মাণ করা সম্ভব।

তিনি বলেন, কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং এটি কেবল একটি পর্যটন শহরই নয়, বরং অর্থনীতির কেন্দ্রও। তিনি আরও বলেন, নেপাল ও ভারতের সেভেন সিস্টার্সের কোনো সমুদ্র নেই, তাই তাদের জন্য বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। ‘আমরা ব্যবসা করতে পারলে সবার ভাগ্য বদলে যাবে।’

ড. ইউনূস লবণ উৎপাদনকারীদের কাছ থেকে জানতে চান বিদেশি আমদানিকারকরা বাংলাদেশ থেকে লবণ আমদানিতে আগ্রহী কিনা, কারণ কক্সবাজারের কৃষকদের উৎপাদিত লবণ এখন রফতানির সক্ষমতা অর্জন করেছে।

এছাড়া, তিনি পাইলট ভিত্তিতে কক্সবাজারে বায়ু বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়েও খোঁজ নেন।

প্রধান উপদেষ্টা স্থানীয় জনগণকে ভবিষ্যতের সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, ‘কক্সবাজার অর্থনীতির একটি বৃহৎ শক্তি এবং এটি তথ্যপ্রযুক্তিরও একটি শহর হতে পারে।’

মতবিনিময় সভায় কক্সবাজারের উন্নয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান উপদেষ্টার সামনে তাদের প্রস্তাব ও দাবি পেশ করেন।

Header Ad
Header Ad

রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরে যেতে চায়। এজন্য মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

গুতেরেস বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি দুটি স্পষ্ট বার্তা পেয়েছি। প্রথমত, আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে ফিরে যেতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে এবং রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে বৈষম্যের শিকার হওয়া থেকে রক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত, রোহিঙ্গারা ক্যাম্পে আরও ভালো পরিবেশ চায়। দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে। ফলে খাবারের রেশন কমাতে বাধ্য হয়েছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যতটা সম্ভব দেশগুলোর সঙ্গে কথা বলব, যাতে করে ফান্ড পাওয়া যায় এবং পরিস্থিতি আরও খারাপ না হয়।’

আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে যাবে না এমন আশা প্রকাশ করে গুতেরেস বলেন, ‘সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য এই সম্প্রদায়ের মানবিক সহায়তা অত্যন্ত জরুরি।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলার
আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা
রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: জাতিসংঘ মহাসচিব
আওয়ামী লীগ নেত্রী রূপালি গ্রেফতার
অনলাইনে ট্রেনের টিকিট পেতে আধা ঘণ্টায় ২০ লাখ হিট
দুই বছরের কন্যাকে হারালেন আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই
রোহিঙ্গা শিক্ষার্থীদের সাথে কথা বললেন জাতিসংঘ মহাসচিব
কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ
সুন্দরবনের গহীন থেকে বৃদ্ধা নারী উদ্ধার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
গাজার ধ্বংসস্তূপ থেকে আরো সাত লাশ উদ্ধার
জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কক্সবাজারে পৌঁছেছেন ড. ইউনূস
গালি দেয়া সেই উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দেয়ার আহ্বান হাসনাতের
প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে: রিজভী
৬০তম জন্মদিনে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন আমির খান
গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস
আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে ভয়াবহ আগুন, ডানা দিয়ে নামলেন যাত্রীরা
চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে ৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ
৩ ম্যাচ পর মাঠে ফিরেই মেসির দুর্দান্ত গোল, কোয়ার্টারে ইন্টার মিয়ামি (ভিডিও)