ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৪০৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ১০৭ জনে।
শুক্রবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১০ জন মারা গেছেন।
এতে আরও বলা হয়, বর্তমানে ৩ হাজার ২০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২৫ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২৫ হাজার ৭৯০ জন রোগী।
গত কয়েক বছরের তুলনায় চলতি বছর সিটি করপোরেশনকে ডেঙ্গুর বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয় সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে কার্যকর ব্যাপক ব্যবস্থা নিতে হবে।
আরইউ/এসজি
