নভেম্বরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর
অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস ট্রান্সমিটেড ডিজিজেস (এটিডিএস) নিয়ন্ত্রণ কর্মসূচি আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
ডা. নাজমুল ইসলাম বলেন, তবে এডিস মশার জন্ম সহায়ক পরিবেশ যেমন বৃষ্টিপাত না হলে খুব দ্রুত এর প্রাদুর্ভাব কমবে। এ বছর থেমে থেমে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হয়েছে। ফলে বর্ষার বৃষ্টিপাত ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফলে মশার প্রজনন ক্ষেত্র বেড়েছে।
জলবায়ু পরিবর্তন ও সচেতনতার অভাবেই এবার ডেঙ্গুর প্রকোপ বেড়েছে জানিয়ে ডা. নাজমুল ইসলাম বলেন, যথা সময়ে চিকিৎসকের কাছে না আসা ও অবহেলার কারণেই ডেঙ্গুতে মৃত্যু ঘটছে।
এসময় যেকোনো ধরনের জ্বরকে অবহেলা করার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, জ্বর হলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে। পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হলে যে ব্যবস্থা দেওয়া হবে সেটিকে শতভাগ অনুসরণ করতে হবে। ডেঙ্গুর বিপদের লক্ষণগুলো দেখলে দেরি না করে হাসপাতালে রোগীকে নিতে হবে।
আরইউ/এসজি