২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৮৬৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮৬৪ জন আক্রান্ত হয়েছেন। এসময় মারা গেছেন ৭ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের মোট সংখ্যা দাঁড়াল ১০৬ জনে।
বুধবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিবৃতিতে এতথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৬৫ জন ঢাকার এবং ঢাকার বাইরের ২৯৯ জন। আর এই মাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১০ জন।
সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৩০৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছে ২ হাজার ২৪৭ জন, আর বাকি ১ হাজার ৫৭ জন ঢাকার বাইরে।
এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ৮০২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৩৯২ জন।
আরইউ/এসএন
