স্বাস্থ্যসেবায় এভারকেয়ার গ্রুপ
এভারকেয়ার গ্রুপ বিশ্বাস করে, স্বাস্থ্যসেবা অর্জন মানুষের মৌলিক অধিকার। তাই স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে উদীয়মান বাজারে বিনিয়োগের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান তারা। টেকসই অর্থনৈতিক উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে বিশ্বে বসবাসরত সকল বয়সী মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জগুলোতে সাড়া দিয়েছেন। এভারকেয়ার গ্রুপ আন্ত-মহাদেশীয় প্ল্যাটফর্মের প্রভাব-নির্ভর মডেল ও মানসম্মত হাসপাতালগুলোর প্রথাগত স্বাস্থ্যসেবাকে রূপান্তর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কেনিয়া ও নাইজেরিয়ার মতো আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার উদীয়মান বাজারে সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। গ্রুপের পোর্টফোলিওতে রয়েছে ৩০টি হাসপাতাল, ১৬টি ক্লিনিক ও ৮২টিরও বেশি ডায়গনস্টিক সেন্টার। উদীয়মান বাজারগুলোতে নিয়মতান্ত্রিক উপায়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১১ হাজার ৫০০ এরও বেশি কর্মীর মাধ্যমে বিশ্বের দেশগুলোতে নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করছেন তাদের কর্মকর্তারা এভারকেয়ার গ্রুপের পুরো মালিকানা এভারকেয়ার হেলথ ফান্ডের। সেখানে গ্লোবাল অলটারনেটিভ অ্যাসেট টিপিজি’র ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, দ্য রাইজ ফান্ডের মাধ্যমে ১ বিলিয়ন মার্কিন ডলারের স্বাস্থ্যসেবা মূলধন নিশ্চিত করা হয়েছে। ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন ও অন্যান্য ইমপ্যাক্ট ইনভেস্টরদের মধ্যে দ্য এভারকেয়ার হেলথ ফান্ড শীর্ষস্থানীয়।
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম:
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে সর্বপ্রথম ৪৭০ শয্যাবিশিষ্ট মাল্টি ডিসিপ্লিনারী সুপার-স্পেশিয়ালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল। থাকছে ২৪ ঘন্টা ৭ দিনেরই জরুরি বিভাগ, সর্বাধুনিক আইসিইউ সেবা। ২৭টি বিশেষ ও উপ-বিশেষ বিভাগ আছে পুরো অঞ্চলের মানুষদের প্রয়োজনীয় সেবা প্রদান করতে। বাইরে থেকে রোগজীবাণু যেন প্রবেশ করতে না পারে সেজন্য হাসপাতালটিতে রয়েছে ল্যামিনার এয়ার ফ্লো ও এইচইপিএ ফিল্টারসহ ১০টি মড্যুলার ওটি। ৪ লাখ ৯২ হাজার বর্গফুট আয়তনের ওপর নির্মিত হাসপাতাল সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ মেডিকেল সেবা ও ৫ শতাধিকেরও বেশি মেডিকেল প্রোফেশনাল চট্টগ্রাম ও আশেপাশের এলাকার সকল রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করবে আশা করেছেন তারা। আরো জানতে-https://www.evercarebd.com.
ওএফএস।