অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
অ্যান্টিবায়োটিকের জন্য অনেক মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়েছে। তাই এর ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘যত্রতত্র অ্যান্টিবায়োটিকের জন্য অনেক মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়েছে। অসুস্থ হয়ে পড়লে অনেক কঠিন পরিস্থিতি তৈরি হয়। অনেকে অকালে মৃত্যুবরণ করেন।’
মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যান্টিবায়োটিকের ব্যবহার সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথস বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, আমরা সবসময় অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহার কম করার কথা বলছি। এটি চিহ্নিত করতে প্যাকেটে লাল রং করা হচ্ছে।’
জাহিদ মালেক বলেন, ‘ফার্মেসির লাইসেন্স পেতে হলে বিধিবিধান মানতে হবে। ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না।’ তিনি বলেন, ‘প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিকের ব্যবহার রুখতে তদারকি বাড়ানো হচ্ছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রেসক্রিপসন ছাড়া অনেকে নিজের ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। শুধু তাই নয়, কোর্স শেষ না করের একটু সুস্থ হয়ে উঠলেই ওষুধ বাদ দিয়ে দেন। এটা খুবই শরীরের জন্য ক্ষতিকর। শরীরের উপর দীর্ঘমেয়াদে প্রভাব পড়ে।’
তিনি বলেন, ‘অ্যান্টিবায়োটিক রুখতে আইনের অভাব রয়েছে। এ জন্য কঠিন আইন তৈরি হচ্ছে। নিয়ন্ত্রনে ব্যবস্থা হচ্ছে। ‘ঔষধ আইন ২০২২' শেষ পর্যায়ে আছে। সংসদে পাশ হলে প্রয়োগ শুরু হবে।’
এনএইচবি/এমএমএ/