আরসিএমসিএইচ ও বেরোবিকপের সমঝোতা চুক্তি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
বেগম রোকেয়া ইউনির্ভাসিটি অফিসার্স অ্যাসোসিয়েশন বা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ (বেরোবিকপ) আনুষ্ঠানিকভাবে রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (আরসিএমসিএইচ)’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
গতকাল রবিবার, ২ অক্টোবর, বিকেলে কলেজ ও হাসপাতালটির সম্মেলন কক্ষে তাদের সমঝোতা সম্পন্ন হয়েছে।
এই চুক্তির আওতায় তাদের হাসপাতাল থেকে বেরোবির অফিসার ও তাদের পরিবার অগ্রাধিকারভিত্তিতে কম টাকায় ভালো মানের চিকিৎসা সেবা লাভ করবেন।
চুক্তিতে স্বাক্ষর করেছেন আরসিএমসিএইচের অতিরিক্ত পরিচালক এম. মিরাজুল মুহসীন ও বেরোবিকপের সভপিতি এ. টি. জি. এম. গোলাম ফিরোজ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
উপস্থিত ছিলেন বেরোবি মেডিক্যাল সেন্টারের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা এ. এম. এম শাহরিয়ার।
ছিলেন আরসিএমসিএইচের প্রশাসনিক কর্মকর্তা এম. সাইফুল ইসলাম।
বেরোবিকপের দপ্তর ও প্রচার সম্পাদক আবু তাহের মোস্তফা-আল-আরিফ, অন্যতম সেকশন অফিসার হাবিবুর রহমান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
ওএফএস।